চরমোনাই পীরের দলে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৬ মে, ২০২৫, ৫ ঘন্টা আগে

চরমোনাই পীরের দলে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি

চরমোনাই পীরের দলে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি মোস্তাফিজুর রহমান

পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নেতা অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবার যোগ দিয়েছেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশে।

মঙ্গলবার (৬ মে) দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফে দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের হাতে শর্তহীনভাবে সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান। এ সময় বিএনপির আরও প্রায় ৩ শতাধিক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন বলে জানান তিনি।

সাবেক এই এমপির দলবদলের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

উল্লেখ্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে পটুয়াখালী-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি ১৯৯০ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হন এবং সর্বশেষ ২০২৪ সাল পর্যন্ত উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির ২ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দলবদলের বিষয়ে অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, “আমি অনেক দিন ধরে বিএনপিতে নিষ্ক্রিয় ছিলাম। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমি মনে করি ইসলামী আন্দোলনই দেশের জন্য সঠিক পথে রয়েছে। জীবনের শেষপ্রান্তে জনগণের কল্যাণে কিছু কাজ করতে চাই বলেই এই সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও জানান, “আমি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মনোনয়ন চাইব। যদি দল আমাকে যোগ্য মনে করে, তবে পটুয়াখালী-৪ আসন থেকেই নির্বাচনে অংশ নেব।”

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news