পঞ্চগড়ে দুই হাফেজাকে আনুষ্ঠানিক বিদায়, বাবাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৬ মে, ২০২৫, ৪ ঘন্টা আগে

পঞ্চগড়ে দুই হাফেজাকে আনুষ্ঠানিক বিদায়, বাবাদের সংবর্ধনা

পঞ্চগড়ে দুই হাফেজা ছাত্রীকে রাজকীয় বিদায়, সম্মানিত করলো মাদরাসা কর্তৃপক্ষ

পঞ্চগড়ের তা'লিমুল কোরআন বালিকা মাদরাসা থেকে হাফেজা হওয়া দুই ছাত্রীকে রাজকীয় বিদায় দিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ মে) বিকেলে সদর উপজেলার টুনিরহাট ঘটবর এলাকায় আয়োজিত সংবর্ধনা ও দোয়া মাহফিলে তাদের এভাবে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়।

বিদায়ী দুই হাফেজা ছাত্রী হলেন—হালিমাতুস ছাদিয়া (১১) এবং আয়েশা সিদ্দীকা (১৫)।

হালিমাতুস ছাদিয়া হাড়িভাসা ইউনিয়নের লাঠুয়াপাড়া গ্রামের হাচানুর রহমানের মেয়ে, যিনি মাত্র ৯ মাসে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন।

অন্যদিকে আয়েশা সিদ্দীকা গোয়ালপাড়া গ্রামের মৃত হেলাল উদ্দীনের কন্যা, যিনি এক বছরে হাফেজা হন।

অনুষ্ঠান শেষে সুসজ্জিত একটি প্রাইভেটকারে করে দুই হাফেজাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পরিবারের সদস্যরা ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন। পাশাপাশি হাফেজা হালিমাতুস ছাদিয়ার পিতাকে ও হাফেজা আয়েশা সিদ্দীকার ভাইকেও অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদরাসার সভাপতি তোফায়েল প্রধান। বক্তব্য দেন জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার আমির অধ্যাপক ইকবাল হোসাইন, সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহাফুজার রহমান, মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মো. মনিরুল মোল্লা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সাইদ প্রমুখ।

হাফেজা হালিমাতুস ছাদিয়া বলেন, “শিক্ষকদের আন্তরিকতায় আমি মাত্র নয় মাসেই হাফেজা হতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”

হাফেজা আয়েশা সিদ্দীকা জানান, “আমি ভবিষ্যতে একজন আলেমা হতে চাই। এই মাদরাসা থেকে হাফেজা হতে পেরে আমি অনেক খুশি।”

মাদরাসার পরিচালক হাফেজ মো. মনিরুল মোল্লা বলেন, “প্রতি বছর আমাদের মাদরাসা থেকে কয়েকজন হাফেজা বের হয়। এবার দুজন হয়েছে, যার মধ্যে একজন এতিম। তাকে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়া হয়েছে। আমরা তাদের বিদায়কে স্মরণীয় করতে চেয়েছি।”

তিনি আরও জানান, “২০২৩ সালের শেষ দিকে প্রতিষ্ঠিত এই মাদরাসায় বর্তমানে ৭০ জন ছাত্রী আবাসিকভাবে অধ্যয়ন করছে।”

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news