গঙ্গাচড়ায় পুলিশ ও বিএনপির সংঘর্ষে আহত অর্ধ শতাধিক

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

৯ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

গঙ্গাচড়ায় পুলিশ ও বিএনপির সংঘর্ষে আহত অর্ধ শতাধিক

রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি’র নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।উক্ত সংঘর্ষে গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল সহ ১৫ জন পুলিশ সদস্য ও অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন।

আহতদের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গঙ্গাচড়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নারায়নগঞ্জে যুবদল নেতা শাওন হত্যাসহ দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতির প্রতিবাদে বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) গঙ্গাচড়ায় বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয় বিএনপি। এরই ধারাবাহিকতায় দলীয় নেতা কর্মীরা বিকেল সাড়ে ৩টা থেকে উপজেলার পুরাতন সোনালী ব্যাংক মোড় এলাকায় একত্রিত হতে থাকে।

পরবর্তীতে বিকেল সাড়ে ৪টার পর বিএনপি নেতা কর্মীরা পুরাতন সোনালী ব্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গঙ্গাচড়া বাজারের দিকে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এতে পুলিশ ও দোকানকে উদ্দেশ্য করে বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ করে।

এ ঘটনায় গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেন সহ ১৫ পুলিশ সদস্য, বিএনপি নেতাকর্মী, সাংবাদিক, পথচারী ও ব্যবসায়ী মিলে অর্ধ শতাধিক মানুষ আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল মেরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন রায়হান বলেন, বর্তমানে গঙ্গাচড়ার পরিস্থিতি শান্ত রয়েছে। গঙ্গাচড়া বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গঙ্গাচড়া থানার ওসি সহ ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। কারো মাথা ফেটে গেছে, কারও হাত-পা কেটে গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সিনিয়র কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

পত্রিকাএকাত্তর /আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news