সাকিব আল হাসানকে নিয়ে হিরো আলমের নতুন গান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৩ জানুয়ারী, ২০২২, ১ year আগে

সাকিব আল হাসানকে নিয়ে হিরো আলমের নতুন গান
হিরো আলম

বিনোদন জগতের রাজা আশরাফুল আলম ওরফে "হিরো আলম"। যিনি বাংলাদেশের প্রত্যেকটা ভাইরাল টপিক এর মধ্যে থাকবেই এমনটাই মানুষ আশা করে। এমনি নতুন আরো একটি ভাইরাল গানের মধ্যে রয়েছেন "হিরো আলম" এই গানটি করেছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে।

হিরো আলম নিজেই তার ফেসবুক পেজে গানের কিছু অংশ আপলোড করে সেখানে তিনি জানান, "সুপ্রিয় দর্শক এইবারও আপনাদের জন্য ধামাকা কিছু নিয়ে আসতেছি আমি হিরো আলম। আবারো নতুন গান নিয়ে আমি আসতেছি সাকিব আল হাসানকে নিয়ে গানটি তৈরি করা হয়েছে, গানটি শোনার জন্য আপনারা অপেক্ষা করুন। প্রত্যেক বারের মত এবারও ব্যতিক্রমী একটা গান নিয়ে আসতেছি। গানটি লিখেছেন আকাশ নিবিড়।"

গানটি রিলিজ হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে "২১-জানুয়ারি" তবে গানটি সম্পূর্ণ কপিরাইট ফ্রি বলে জানা গেছে।  অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে তৈরি করা হিরো আলমের গানটি হচ্ছে "বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান- সাকিব আল হাসান"।

প্রত্যেকবারের মতো হয়তো এবারও অনলাইন দুনিয়ায় আবারো ভাইরাল হবে হিরো আলমের এই নতুন রিলিজ হওয়া গানটি। হিরো আলমের অনেক ফান ফলোয়ার রয়েছে, তার অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমানে অনুসারী রয়েছে ১৭ লক্ষের অধিক।