বলিউডের সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা খান । শাহরুখ খানের একমাত্র কন্যা খুব শীঘ্রই পা রাখবেন ইন্ডাস্ট্রিতে। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সুহানা।
সম্প্রতি লন্ডন থেকে মুম্বই ফিরেছেন সোহানা । বিমানবন্দরে কিং খান কন্যাকে দেখেই ভিড় করে আসেন তাদের তোলা ভিডিও এখন ভাইরাল নেটমাধ্যমে। এদিন একটি টাইট ফিটিংস সাদা ক্রপ টপ আর কালো প্যান্ট পরেছিলেন সুহানা। নিরাপত্তারক্ষীদের মাঝে হেঁটে গিয়ে গাড়িতে ওঠেন তিনি। কিন্তু সুহানার ভিডিও ভাইরাল হতেই একপ্রস্থ ট্রোল শুরু হয়েছে নেটদুনিয়ায়। নেটনাগরিকদের একাংশের অভিযোগ, হলিউড থেকে নতুন ট্রেন্ড শিখছে বলিউড। পোশাক পরেও সবকিছু দেখানো চাই। এমন অভদ্র পোশাক পরে খ্যাতি পেতে পারবেন না সুহানা, কটাক্ষ ছুঁড়েছেন কয়েকজন।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ