ইতোমধ্যে অভিনয় নৈপুণ্যে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন অভিনেত্রী রিমি করিম। বিভিন্ন ধারার নাটকসহ বিজ্ঞাপনের মডেল হিসেবে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। বলতে গেলে, কাজ নিয়ে ক্লান্তিহীন ছুটে চলেছেন রিমি। কখনো খণ্ডনাটক কিংবা ধারাবাহিকে ব্যস্ত সময় পার করছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ রিমি।
আজ এই অভিনেত্রী জন্মদিন রিমির জন্ম ১০ সেপ্টেম্বর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়। তার বাবা ও মায়ের নাম জানা যায়নি। রিমি তার নিজ শহরে তার স্কুলের স্নাতক এবং পরে তার পরিবারের সাথে ঢাকায় চলে আসে। রিমি করিমের অভিনয় ক্যারিয়ার শুরু ২০১৪ সালে অঞ্জন আইচের নির্দেশনায় ‘রূপকথার মা’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। প্রথম ধারাবাহিক নাটকে অভিনয় করেই নজর কাড়েন তিনি। এরপর অভিনয়ে ব্যস্ততা বাড়তে থাকে রিমির।
পর্দায় ক্যারিশম্যাটিক উপস্থিতির কারণেই আলোচনায় আসেন অভিনেত্রী রিমি। সাবরিনা ইরিনের নির্দেশনায় একটি বহুজাতিক কোম্পানির হিমায়িত খাবারে মডেল হিসেবে কাজ করার জন্য তিনি অবশেষে লাইমলাইটে আসেন। এই টিভিসি বর্তমানে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হয়েছে।
বর্তমান যুগে তিনি পরিচিত মুখ। তিনি তার সুন্দর সৌন্দর্য, মিষ্টি হাসি, শৈলী এবং ব্যক্তিত্বের জন্য পরিচিত। বাংলাদেশে তার ব্যাপক ফলোয়ার রয়েছে।
আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ