মাদারীপুর, ৭ মে: মাদারীপুরের ডাসারে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. জহিরুল ইসলাম (২৯) এক গৃহবধূর খাটের নিচ থেকে উদ্ধার হয়েছেন। এই ঘটনাটি ভিডিও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
জহিরুল ইসলাম, ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন এবং সম্প্রতি পরকীয়া প্রেমের সম্পর্ক নিয়ে এক গৃহবধূর বসতঘরে প্রবেশ করেছিলেন। গৃহবধূর স্বামী যখন বাড়ি ফিরেন, তখন জহিরুল ইসলাম খাটের নিচে লুকিয়ে ছিলেন, এবং গৃহবধূর স্বামী তাকে খাটের নিচ থেকে বের করে ভিডিও ধারণ করেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পরকীয়া সম্পর্কের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, গৃহবধূর স্বামী ছাত্রলীগ নেতাকে খাটের নিচ থেকে বের করছেন।
এদিকে, অভিযুক্ত জহিরুল ইসলাম দাবি করেছেন, “আমি এক কলিগের ইনভাইটেশনে ওই গৃহবধূর ঘরে দাওয়াত খেতে গিয়েছিলাম এবং সেখানে হ্যারাসমেন্টের শিকার হয়েছিলাম।” তবে খাটের নিচে কেনো লুকিয়ে ছিলেন এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি তিনি।