পরীমনি সুস্থ হলে আদালতে হাজিরা দেবেন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২২, ২ years আগে

পরীমনি সুস্থ হলে আদালতে হাজিরা দেবেন

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে চলছে মাদক মামলা। অন্তঃসত্ত্বা থাকায় এই মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছিলেন অভিনেত্রী। বিশেষ বিবেচনায় আইনজীবীর মাধ্যমে হাজিরা মঞ্জুর করেছিলেন আদালত। পরীমনি মা হয়েছেন প্রায় এক মাস হতে চলল। কাজেই এবার পরীমনির সশরীরে আদালতে হাজিরা চায় রাষ্ট্রপক্ষ।

রবিবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতে এ বিষয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর মাহবুব হাসান।

আবেদনে উল্লেখ করা হয়, অন্তঃসত্ত্বা থাকায় আইনজীবীর মাধ্যমে আসামির (পরীমনি) হাজিরা মঞ্জুর করেছিলেন আদালত। তিনি এখন মা হয়ে গেছেন। তাই আইনজীবীর মাধ্যমে হাজিরার আর প্রয়োজনীয়তা নেই। তাই রাষ্ট্রপক্ষ থেকে প্রত্যেক ধার্য তারিখে তাকে (পরীমনি) সশরীরে আদালতে হাজির হতে আদেশ দেওয়ার আবেদন করছি।

পরীমনির সঙ্গে যোগাযোগ করা হলে আদালতে হাজিরা দিতে যাবেন কিনা প্রশ্নে তিনি বলেছেন, দেখেন আমার এখন যে পরিস্থিতি, তাতে বাইরে যাওয়া সম্ভব নয়। আমার আইনজীবী এ ব্যাপারে সময় চেয়েছেন।

এদিকে, গত রবিবার পরীমনির সশরীরে হাজিরা দেওয়ার ব্যাপারে রাষ্ট্রপক্ষের আবেদনের বিরোধীতা করেন নায়িকার আইনজীবী মজিবুর রহমান ও নীলাঞ্জনা রিফাত সুরভী। তারা বলেন, ‘মাস খানেক হলো পরীমনি সন্তান জন্ম দিয়েছেন। তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। তাছাড়া সরকারিভাবে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস। পরীমনি সুস্থ হলে আদালতে হাজিরা দেবেন।

এদিন শুনানি শেষে বিচারক নজরুল ইসলাম আবেদনটির বিষয়ে কোনো আদেশ না দিয়ে নথিভুক্ত রাখার আদেশ দেন। একইদিন মামলার বাদী র‌্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। এরপর আদালত ১৩ অক্টোবর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।

শুনানিকালে পরীমনির ম্যানেজার এবং এ মামলার আসামি আশরাফুল ইসলাম দিপু ও খালু কবীর হাওলাদার আদালতে হাজির ছিলেন।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news