৪৫ তম জন্মদিনে মঞ্জু ওয়ারিয়ার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

৪৫ তম জন্মদিনে মঞ্জু ওয়ারিয়ার

মঞ্জু ওয়ারিয়ার হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও নৃত্যশিল্পী। তিনি মূলত মালয়ালম চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি মালয়ালম চলচ্চিত্রের অন্যতম সফল প্রধান অভিনেত্রী এবং তাকে মালয়ালম চলচ্চিত্রের সুপারস্টার হিসেবে অভিহিত করা হয়।

আজ এই অভিনেত্রী ৪৫ তম জন্মদিন। মঞ্জু ওয়ারিয়ার ১৯৭৮ সালের ১০ই সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার নাগরকোবিলে জন্মগ্রহণ করেন। তার পিতা মাধবন ওয়ারিয়ার সুন্দরম ফাইন্যান্সের নাগরকোবিল আঞ্চলিক দপ্তরের হিসাবরক্ষক। তিনি নাগরকোবিলের ডুদি বালিকা বিদ্যালয়ে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। তার পিতার পদোন্নতির পর তারা কেরলে চলে যান এবং কন্নুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি কন্নুরের চিন্ময় বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে চোবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপর তিনি কন্নুরের শ্রী নারায়ণ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। মঞ্জুর বড় ভাই মধু ওয়ারিয়ার একজন অভিনেতা ও প্রযোজক।

১৯৯৫ সালে ১৭ বছর বয়সে সক্ষম চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। পরের বছর তিনি তার ভবিষ্যৎ স্বামী দিলীপের বিপরীতে সল্লাপম (১৯৯৬) চলচ্চিত্রে অভিনয় করেন। এই বছর তিনি এ পুজায়ুম কাডান্নু চলচ্চিত্রে অঞ্জলি চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রটি মোট তিনটি কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

তার চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৭ বছর বয়সে সক্ষম (১৯৯৫) চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল তুবল কোট্টারম (১৯৯৬), সল্লাপম (১৯৯৬), এ পুজায়ুম কাডান্নু (১৯৯৬), কৃষ্ণগুডিইল ওরু প্রণয়কালাতু (১৯৯৭), প্রণয়বর্নাঙ্গল (১৯৯৮), কন্মদম (১৯৯৮), সামার ইন বেথলহেম (১৯৯৮), পত্রম (১৯৯৯), কান্নেজুতি পোট্টুম তোট্টু (১৯৯৯), হাউ ওল্ড আর ইউ? (২০১৪), সি/ও সায়রা বানু (২০১৭), উদাহরণম সুজাতা (২০১৭), আমি (২০১৮), ওড়িয়ান (২০১৮), লুসিফার (২০১৯), ও অসুরন (২০১৯)। ওয়ারিয়ার কান্নেজুতি পোট্টুম তোট্টু চলচ্চিত্রে ভদ্রা চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিশেষ উল্লেখ পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি এ পুজায়ুম কাডান্নু চলচ্চিত্রে অঞ্জলি চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ মালয়ালম অভিনেত্রী বিভাগে ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেন, যা এই বিভাগে সর্বাধিক বিজয়।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news