আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ : আরিফিন শুভ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৫ মে, ২০২৫, ৫ ঘন্টা আগে

আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ : আরিফিন শুভ

বেশ কিছু দিন পর্দার বাইরে থাকার পর ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভ আবারও পূর্ণ অ্যাকশনের মাধ্যমে ফিরছেন। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘নীলচক্র’। ইতোমধ্যে ছবিটির কিছু ঝলক প্রকাশ পেলে নায়কের প্রত্যাবর্তনের অপেক্ষায় ভক্তরা।

তবে গত বছর মাঝামাঝি সময় থেকে আরিফিন শুভ নিজেকে একেবারে আড়ালে রেখেছিলেন। ব্যক্তিগত জীবন নিয়ে নানা সমস্যায় ভুগছিলেন তিনি, যার মধ্যে সংসার ভাঙার খবরও ছিল। সেই সময় একাকিত্ব এবং মানসিক অবস্থার অবনতির কথাও তিনি প্রকাশ করেছিলেন।

আরিফিন শুভর জন্য কঠিন সময় শুরু হয় দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর। তার অভিনীত সর্বশেষ ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির পর, তাকে তৎকালীন সরকারের সহযোগী হিসেবে চিহ্নিত করা হয় এবং আওয়ামী সরকারের আমলে সুবিধা নেওয়ার কারণে তিনি রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়েন।

তবে, সেসব এখন অতীত। বর্তমানে আরিফিন শুভ ব্যস্ত নিজের কাজ নিয়ে এবং এখন তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন। সৌমিক সেনের পরিচালনায় হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-এর কাজের জন্য তিনি ওপার বাংলায় যাতায়াত করছেন। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে, তিনি তার রাজনৈতিক বিতর্ক নিয়ে কথা বলেন।

আরিফিন শুভ বলেন, “পৃথিবীতে যত জায়গায় অভ্যুত্থান হয়েছে, তার সঙ্গে কিছু কোল্যাটারাল ড্যামেজ হয়েছে। আপনি শান্তিতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ একটি ঘটনার শিকার হয়ে গেছেন। এতে কিছু করার থাকে না। আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ। আমি শুধু অভিনয় করি, কিছু করি না। যদি সত্যিই সমস্যায় পড়তাম, তবে কলকাতার এই ক্যাফেতে বসে সাক্ষাৎকার দিতাম না।”

এছাড়া, আরিফিন শুভ তার বিবাহবিচ্ছেদ নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, “বাইরের আলোচনা আমার ওপর প্রভাব ফেলে না। সম্পর্ক ভাঙার ঘটনা পৃথিবীতে প্রথম ঘটছে না। এর চেয়ে অনেক খারাপ কিছু প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটছে। আমাদের অভিনয় জগতের কারণে আমাদের নিয়ে আলোচনা হয়, কিন্তু কী আর করা যাবে!”

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news