কোরিয়ান সিনেমায় প্রথমবারের মতো এনা সাহা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০২১, ১ year আগে

কোরিয়ান সিনেমায় প্রথমবারের মতো এনা সাহা

টলিউডের মিষ্টি নায়িকা এ প্রজন্মের অন্যতম এনা সাহা জনপ্রিয়তার দিক থেকে অনেক এগিয়ে এই নায়িকা। অভিনয় আর সৌন্দর্য দিয়ে ভক্তদের মন জয় করেছেন এনা। এবার তিনি আরও এগিয়ে যাচ্ছেন নিজের ক্যারিয়ারের দিক থেকে। কোরিয়ান সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন এনা। নায়িকার এমন খবরটি বেশ সাড়া ফেলেছে টালিগঞ্জের সিনেমাপাড়ায়।

ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গণমাধ্যমটির খবরে জানা গেছে, নায়িকা নিজেই কোরিয়ান ছবিতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এনা সহ এই সিনেমার সহ-প্রযোজক কিংবদন্তি কোরিয়ান অভিনেতা জ্যাকি চ্যানের সহকারী ইয়াং জান জিং। প্রায় ৭০টি ছবিতে তিনি অভিনেতার স্টান্টম্যান হিসেবে কাজ করেছেন।

এনার বিপরীতে থাকবেন কোরিয়ার প্রথম সারির দুই নায়ক। সিনেমাটির ৪০ শতাংশ শুটিং হতে পারে ভারতের রাজস্থানে বাকি ৬০ শতাংশ শুটিং কোরিয়াতে হবে বলেও জানান এই নায়িকা এনা সাহা।