জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের খবর মিথ্যা, রিউমর স্ক্যানারের অনুসন্ধানে প্রমাণিত
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে যে, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ করেছেন। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, দাবিটি কোনো নির্ভরযোগ্য সূত্র কিংবা প্রমাণ ছাড়াই ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইটে প্রকাশ করা হয়েছে। এই ভুয়া সংবাদটি "sadhinnews247" নামক ফ্রি ডোমেইন সাইটে প্রকাশ করা হয়, যেখানে ৩ মে ২০২৫ তারিখে দাবি করা হয়, "রাতের এক প্রেস ব্রিফিংয়ে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।"
তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং গণমাধ্যমে এ সম্পর্কিত কোনো তথ্যও পাওয়া যায়নি। বরং, জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার ৪ মে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঈদুল আজহা সামনে রেখে কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতসহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও অংশ নিয়েছেন এবং নতুন কমিটির সদস্য হিসেবে রয়েছেন।
এতদূর থেকে স্পষ্ট হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানোর খবরটি মিথ্যা এবং অপপ্রচার হিসেবে চিহ্নিত হয়েছে।