গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৫৪ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

৬ মে, ২০২৫, ৩ ঘন্টা আগে

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৫৪ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫২ হাজার ৬০০, আহত ১ লাখ ১৮ হাজার

ইসরায়েলি দখলদার বাহিনী অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৫৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এতে আহত হয়েছেন আরও শতাধিক। এ ঘটনার পর গাজায় নিহতের মোট সংখ্যা প্রায় ৫২ হাজার ৬০০ জনে পৌঁছে গেছে।

আল জাজিরা ও আনাদোলু বার্তাসংস্থার প্রতিবেদনে জানা যায়, গত সোমবার গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলার ফলে ৫৪ জন ফিলিস্তিনি নিহত হন। চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানায়, এই হামলায় আরও ১১৯ জন আহত হয়েছেন। ৬৫ দিন ধরে গাজায় ইসরায়েলের অবরোধ চলার কারণে চিকিৎসা সুবিধা সঙ্কট হয়ে পড়েছে এবং গাজার হাসপাতালগুলোর কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যামূলক হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। গাজার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের এই হামলার কারণে গাজার জনগণের জীবন বড় ধরনের ঝুঁকিতে রয়েছে।

এছাড়া, ইসরায়েলি বিমান হামলাগুলো চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতির চুক্তি ভেঙে শুরু হয়েছিল। ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া এই হামলায় প্রায় ২ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখি হয়েছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news