১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৬ মে, ২০২৫, ২ ঘন্টা আগে

১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান

জোবাইদা রহমান ১৭ বছর পর দেশে ফিরছেন, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করল বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন। দেশের সফরকালে তিনি রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসা ‘মাহবুব ভবনে’ উঠবেন, যেখানে ইতোমধ্যে বাসার পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, জোবাইদা রহমানের নিরাপত্তা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বাসার চারপাশে নজরদারি বাড়ানো হয়েছে এবং সিএসএফ সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদস্যরাও তার নিরাপত্তায় উপস্থিত থাকবেন।

তারেক রহমান নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে গিয়ে এলাকাবাসীর কোনো ধরনের অসুবিধা না হওয়ার বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, "নিরাপত্তার নামে স্থানীয় মানুষকে বিরক্ত করা যাবে না।" এছাড়া, জোবাইদা রহমানের যাতায়াতের জন্য পৃথক যানবাহনের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, জোবাইদা রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার পুলিশের মহাপরিদর্শককে একটি চিঠি পাঠান। সেই চিঠিতে তিনি গানম্যান, পুলিশ প্রটেকশন, বাসায় আর্চওয়ে এবং পুলিশ পাহারার দাবি জানিয়েছিলেন। এরপর পুলিশের কর্মকর্তারা মাহবুব ভবন পরিদর্শন করে নিরাপত্তাব্যবস্থার খুঁটিনাটি পর্যালোচনা করেন।

বর্তমানে মাহবুব ভবনে জোবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু, বড় বোন শাহীনা জামান ও তার পরিবার বসবাস করছেন। জানা গেছে, সৈয়দা ইকবাল মান্দ বানু বর্তমানে একটি হাসপাতালে ভর্তি আছেন।

২০০৮ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার ফলে জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড এবং ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছিল। তবে গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সাজা স্থগিত করা হয়।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news