ইতালিতে বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৬ মে, ২০২৫, ৫ ঘন্টা আগে

ইতালিতে বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে: আসিফ নজরুল

ইতালিসহ ইউরোপীয় দেশে বৈধ অভিবাসন বৃদ্ধি করতে সমঝোতা স্মারক সই

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ইতালিসহ ইউরোপীয় দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কাজ করছে। ইতোমধ্যে পর্তুগাল ও অস্ট্রিয়া সহ ইউরোপের ছয়টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক সইসহ যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ এবং ইতালির মধ্যে মাইগ্রেশন ও মোবিলিটি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ইতালির পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি (Matteo Piantedosi) সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় ড. আসিফ নজরুল জানান, বৈধ পথে মাইগ্রেশন বৃদ্ধি করতেই এই উদ্যোগ। তিনি বলেন, যারা ইতালি যেতে চান, তাদের নিরাপদে যাওয়ার এবং ভালো পারিশ্রমিক পাওয়ার সুযোগ দেওয়া হবে।

ইতালিতে কতজন শ্রমিক পাঠানো হবে এবং কোন সেক্টরে পাঠানো যাবে, এমন প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, সমঝোতা স্মারকে বিস্তারিত না থাকলেও, বর্তমানে আমাদের যে কোটা রয়েছে তা আরও বৃদ্ধি করা হবে। ইতালি কোটা বৃদ্ধির বিষয়ে চিন্তাভাবনা করবে। তিনি আরও বলেন, সবচেয়ে বড় লাভ হলো, অবৈধ পথে যাওয়ার সুযোগ অনেকটাই বন্ধ হয়ে যাবে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বলেন, বাংলাদেশ এবং ইতালির সম্পর্ক দীর্ঘদিনের। ইতালি সরকার সবসময় শ্রমিকদের বৈধ পথে আসার জন্য উৎসাহিত করে আসছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এই সমঝোতা স্মারককে ইতালিতে বাংলাদেশিদের কর্মসংস্থানে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news