কুয়াকাটায় ব্লু-বার্ড হোটেলে পর্যটককে আটকে রেখে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
কুয়াকাটার ব্লু-বার্ড নামের একটি আবাসিক হোটেলে এক পর্যটককে আটকে রেখে মারধর ও ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে মহিপুর থানায় ভুক্তভোগী পর্যটক একটি মামলা দায়ের করেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কুয়াকাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি ও হোটেলের ভাড়াটিয়া মালিক মো. বেল্লাল হোসেন (৪৫), তার সহযোগী রিয়াজ (২৪) এবং শাকিল (২৪) গ্রেপ্তার হন, তবে এক আসামি মো. ইউসুফ হাওলাদার (২৭) পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, গতকাল রাত ৩টার দিকে হোটেল ব্লু-বার্ডে পর্যটক তুহিনকে আটক করে তার কাছে থাকা ৪০ হাজার টাকা ছিনতাই করে হোটেল কর্তৃপক্ষ। এর পর তারা ২ লাখ টাকা চাঁদা দাবি করে তাকে কক্ষে তালাবদ্ধ করে রাখে। পরে তুহিন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
ভুক্তভোগী তুহিন জানান, তিনি ১ হাজার টাকা ভাড়া চুক্তিতে ৪ দিন কুয়াকাটায় ছিলেন, কিন্তু হোটেল কর্তৃপক্ষ তার কাছ থেকে ১২ হাজার টাকা দাবি করে। এর পর তারা মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং ৩ জনকে আটক করা হয়েছে। পলাতক আসামি ইউসুফ হাওলাদারের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুক জানান, ব্যক্তি হিসেবে যেকোনো অপকর্মের জন্য যুবদল দায়ী নয় এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।