ইসরায়েলে ভয়াবহ বন্যার কবলে, দক্ষিণাঞ্চলীয় শহর ইলাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত
দাবানলের ভয়াবহতা কাটতে না কাটতেই ইসরায়েলের দক্ষিণাঞ্চল বন্যার কবলে পড়েছে। রবিবার (৪ মে) থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার কারণে ইসরায়েলজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে শহর ইলাত এবং দিমোনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে যে, ইলাত শহরের প্রধান প্রবেশপথ এবং একাধিক গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। জনগণকে বন্যাকবলিত এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া, দিমোনাতে রেকর্ড পরিমাণ বজ্রপাত এবং শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কিবুৎজ সামারে ৩৪ মিলিমিটার এবং কিবুৎজ ইয়োতভাতায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বন্যার কারণে সৃষ্ট পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানায় পুলিশ। প্লাবিত রাস্তা, পাহাড়ি ঝরনা, এবং জলাশয়ের কাছ থেকে জনগণকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে, কারণ এসব এলাকায় যাওয়ার চেষ্টা জীবনহানির কারণ হতে পারে।
ইসরায়েল সরকার কিছু প্রধান সড়ক বন্ধ ঘোষণা করেছে, যার মধ্যে মিৎজপে র্যামন থেকে কেতুরা জংশন এবং ইলাত শহরের এক্সিট পয়েন্টগুলো উল্লেখযোগ্য। এই পরিস্থিতি, বিশেষ করে দাবানলের পর, জনজীবনকে আরও কঠিন করে তুলেছে। আগামী কয়েকদিনে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, যা বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।