মায়ের কোল থেকে শিশুকন্যাকে কেড়ে নিয়ে দেড় লাখে বিক্রি করলেন বাবা

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৬ মে, ২০২৫, ৪ ঘন্টা আগে

মায়ের কোল থেকে শিশুকন্যাকে কেড়ে নিয়ে দেড় লাখে বিক্রি করলেন বাবা

ফরিদপুরে সন্তান বিক্রির ঘটনায় মামলার পরও শিশুটিকে খুঁজে পাচ্ছে না পুলিশ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের রামপাশা গ্রামে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা, যেখানে স্বামী কাইয়ুম বিশ্বাস এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তাদের সন্তান বিক্রি করার অভিযোগ উঠেছে। শিশুর মা, পপি বেগম, অভিযোগ করেন যে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে জোর করে সন্তান তানহাকে কোল থেকে নিয়ে বিক্রি করেছে।

এ বিষয়ে পপি বেগম ফরিদপুর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেন। মামলার পর আদালত তদন্তের জন্য নগরকান্দা থানাকে নির্দেশ দেয়। তবে পুলিশ যদিও তদন্ত শুরু করেছে, কিন্তু অভিযুক্তরা এবং তাদের দেওয়া ঠিকানায় শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

পপি বেগম জানান, তার স্বামী শিশুটিকে দেড় লাখ টাকায় বিক্রি করেছে এবং মধ্যস্থতাকারী ছিলেন নগরকান্দার দলিল লেখক আলমগীর তালুকদার। পপি বলেন, "মনে হচ্ছে আমার কলিজা শুকিয়ে গেছে, আমি সন্তানকে দেখতে মরিয়া, কিন্তু কেউ আমাকে দেখানোর জন্য সাহায্য করছে না।"

এদিকে, কাইয়ুম বিশ্বাসের পরিবার এবং তার বোন মিতা আক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত অব্যাহত রেখেছে এবং শিশুটিকে উদ্ধার করে আদালতের নির্দেশ অনুসারে তার মা অথবা বাবা কাছে পাঠানোর চেষ্টা করছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news