গুরুদাসপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর

৮ আগস্ট, ২০২২, ২ years আগে

গুরুদাসপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

নাটোরের গুরুদাসপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া, আলোচনাসভা ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেনের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে কেন্দ্রীয় অনুষ্ঠানের উদ্বাধন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেখা মনি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মর্কাতা মো. মোহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এরপর দুপুর ১২ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা সভা শেষে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।

পত্রিকাএকাত্তর /সোহাগ আরেফিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news