ডোমারে শীতার্তদের মাঝে উষ্ণ ভালোবাসা প্রদান

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২১, ১ year আগে

ডোমারে শীতার্তদের মাঝে উষ্ণ ভালোবাসা প্রদান

'মানুষ মানুষের জন্য, ফ্রেন্ডস ক্লাব মানবতার জন্য' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে 'ফ্রেন্ডস ক্লাব' কর্তৃক ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে শীতার্তদের মাঝে উষ্ণ ভালোবাসা অর্থাৎ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩শে ডিসেম্বর) সকালে উপজেলার পূর্ব খাটুরিয়া জাহানারা ইমাম আনন্দলোক বিদ্যালয় প্রাঙ্গনে কর্মসূচির উদ্বোধন করেন- ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সভাপতিত্ব করেন নীলফামারী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ডোমার উপজেলার ৯নং সোনারায় ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি সহিদ আহমেদ শান্তু। এসময় আরও উপস্থিত ছিলেন- ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাইফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আজমির রহমান রিশাদ || ডোমার উপজেলা (নীলফামারী) প্রতিনিধি।