পাকিস্তানে দুটি মসজিদে হামলা চালিয়েছে ভারত, নিহত বেড়ে ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

৭ মে, ২০২৫, ১৫ ঘন্টা আগে

পাকিস্তানে দুটি মসজিদে হামলা চালিয়েছে ভারত, নিহত বেড়ে ৮

আজাদ কাশ্মিরসহ পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতীয় মিসাইল হামলা, নিহত ৮, আহত ৩৫

পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ বিভিন্ন স্থানে ভারতীয় বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মধ্যরাতে ভারত সরকার দাবি করেছে যে তারা ৯টি স্থানে হামলা করেছে এবং এর ফলে পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৩৫ জন আহত হয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এর প্রতিবেদনে জানায়, হামলায় পাকিস্তানের দুটি মসজিদও লক্ষ্যবস্তু হয়েছে।

পাকিস্তানের আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ বলেন, “ভারতীয় হামলায় ৮ পাকিস্তানি নিহত হয়েছেন এবং ৩৫ জন আহত হয়েছেন।” তিনি আরও জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, ২ জন বেসামরিক নাগরিক নিখোঁজ রয়েছেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার ভোরে এক সংবাদ সম্মেলনে বলেন, “ভারত পাকিস্তানের ছয়টি স্থানে ২৪টি হামলা চালিয়েছে।"

হামলার ধরন ও ক্ষয়ক্ষতি

ভারতীয় বাহিনী কোটলিতে মসজিদ-ই-আব্বাস নামের একটি মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরী এবং ১৮ বছর বয়সী এক যুবকসহ দুজন নাগরিক নিহত হয়েছেন। কোটলির হামলায় এক নারী ও তার মেয়েও আহত হয়েছেন।

এছাড়া, মুরিদকেতে আরেকটি মসজিদে হামলা চালানো হয়েছে, যার ফলে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। মুরিদকেতে আরও চারটি হামলা হয়েছে, যার মধ্যে একজন নাগরিক নিহত এবং একজন আহত হয়েছেন। এছাড়া দুজন নিখোঁজ রয়েছেন।

পাকিস্তানের সামরিক মুখপাত্র আরও জানান, শিয়ালকোটে কোটলি লোহারান গ্রামে একটি গোলা পড়েছিল, তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই গ্রামে আরও একটি গোলা বিস্ফোরিত হয়নি এবং অন্যটি জনবসতিহীন স্থানে বিস্ফোরিত হয়।

বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে হামলা

শকরগড়ে দুটি ভারতীয় হামলায় একটি স্থানীয় চিকিৎসালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তানের সামরিক মুখপাত্র এই হামলাগুলোকে “বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন” হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “এই হামলাগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সদস্যদের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিয়ে গিয়ে তারা ভারতের স্পষ্ট আগ্রাসন প্রত্যক্ষ করতে পারবেন।”

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news