চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নে এক তরুণের বিরুদ্ধে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতি করে জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯), তিনি ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতি করে তৈরি করা জন্মসনদে কাউসারের বয়স ১৬ বছর দেখানো হয়েছে।
গত ১৯ এপ্রিল পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কাউসারকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়ার পর, কাউসার ভুয়া জন্মসনদ ব্যবহার করে আদালতে জামিনের আবেদন করেন।
ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়ন পরিষদ থেকে ২০০৮ সালে দেওয়া জন্মসনদে কাউসারের জন্মতারিখ ২০০৫ সালের ১৫ অক্টোবর উল্লেখ করা হয়, যা অনুযায়ী তার বয়স ১৯ বছর ৬ মাস। তবে, গ্রেপ্তারের পর ২৪ এপ্রিল ইউনিয়ন পরিষদ কাউসারের নামে নতুন একটি জন্মসনদ ইস্যু করে, যেখানে তার জন্মতারিখ ২০০৯ সালের ১৫ ফেব্রুয়ারি উল্লেখ করা হয়েছে এবং এতে তার বয়স ১৬ বছর ৩ মাস দেখানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাউসারের ভাই আলামিন স্থানীয় কম্পিউটারের দোকান থেকে নতুন জন্মসনদ নেওয়ার জন্য আবেদন করেন। ইউপি সদস্য জসিম উদ্দিনের কাছ থেকে স্বাক্ষর নিয়ে, ইউপি সচিব বখতিয়ার উদ্দিন তা প্রস্তুত করেন। তবে, আলামিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বাগানবাজার ইউপির সদস্য জসিম উদ্দিন জানান, আলামিন তাঁর কাছ থেকে আবেদন ফরমে স্বাক্ষর নেন এবং পরে জানা যায়, কাউসারের নামে আগে আরেকটি জন্মসনদ রয়েছে। ইউপি সচিব বখতিয়ার উদ্দিন দুটি জন্মসনদ তৈরির বিষয়টি স্বীকার করে বলেন, "প্রতিদিন অনেক ডকুমেন্ট পরিষদে আসে, এত কিছু যাচাই-বাছাই করার সময় কোথায়? নির্ধারিত ফি নিয়ে কাগজটি তৈরি করেছি।"
এদিকে, চট্টগ্রামের ভুজপুর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম জানান, "১৯ এপ্রিল গ্রেপ্তারের পর কাউসার এখনও কারাগারে রয়েছে।"