সরকারি সম্পত্তি দখল করে পাকারাস্তা নির্মাণ

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

৩ আগস্ট, ২০২২, ১ year আগে

সরকারি সম্পত্তি দখল করে পাকারাস্তা নির্মাণ

সরকারি রাস্তা দখল করে পাকা রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে এক মুরগি ব‍্যবসায়ীর বিরুদ্ধে। তিনি হলেন, খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মাইলমারা এলাকার বিদ‍্যাপতি রায়।

বাড়ি বটিয়াঘাটা উপজেলার বসুরাবাদ গ্রামে। সে ইতোপূর্বে একটি মুরগি খামারের কর্মচারী ছিলো। বতর্মান সে এখন একটি খমারের মালিক। রাজনৈতিক ক্ষমতা আর টাকার দাপটে ঐ ব‍্যক্তি নিজেকে ফিল্মের ফাটাকেষ্টো মনে করছেন।

দখলকৃত সরকারি এই সম্পত্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৩১ নং পোল্ডারের জায়গা। বটিয়াঘাটা সদর ইউনিয়নের মাইলমারা বাজার থেকে কিছু দুরে দক্ষিণে গিয়ে একটি সুইচগেট এর পাশেই অবস্থিত ফার্মটি। প্রথমে ফার্মের সামনে থেকে প্রায় ২ শত ফুট জায়গা জোরপূর্বক মাটি ভরাট করে।

এবং কিছুদিন পরে সেখানে পাকা রাস্তা নির্মাণ করেন উক্ত ফার্মের মালিক বিদ‍্যাপতি রায়। মুরগির ফার্মের মালিক বিদ‍্যাপতি রায় বলেন,বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খানকে বলেছি। তিনি কাজ করতে বলেছে। তাই কাজ করেছি।

স্থানীয় ইউপি সদস্য কিংকর রায় বলেন, ক্ষমতার দাপটে আর টাকার জোরে সে সরকারি জায়গা জবর দখল করে রেখেছে। এবিষয় পানি উন্নয়ন বোর্ড রয়েছে নীরব ভূমিকায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান বলেন, এটা পানি উন্নয়ন বোর্ডের জায়গা।

এটা তাদের বিষয়। খুলনা পানি উন্নয়ন বোর্ডের খুলনা নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম বলেন,বিষয়টি আমি দেখছি। বিঃ দ্রঃ নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম মোবাইল নাম্বার - 01732-435998

পত্রিকাএকাত্তর /আক্তারুল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news