">

অসুস্থ সাকিবের চি‌কিৎসায় সহ‌যো‌গিতার এগিয়ে আসুন

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৬ জানুয়ারী, ২০২২, ২ years আগে

অসুস্থ সাকিবের চি‌কিৎসায় সহ‌যো‌গিতার এগিয়ে আসুন

স্কুল ছাত্র সা‌কিব , কি‌শোর বয়স , ডান‌পি‌টে ছে‌লে ,বাবা মা‌য়ের মেধাবী সন্তান। সব কিছু ঠিকঠাক মতই চল‌ছে সা‌কি‌বের । ক‌য়েক দিন পূ‌র্বে হঠাৎ ক‌রে তার দুরন্তপনা থে‌মে যায়। দেখা দেয় অসুস্থতা। থা‌মি‌য়ে দেয় জীব‌নের গ‌তিশীলতা।

চরফ্যাশন পৌরসভার ৭ নং ওয়ার্ডের দ‌রিদ্র জামাল মিয়ার ছেলে সাকিব।সে চরফ্যাশন ট্যাফনাল ব্যা‌রেট মাধ্যমিক সরকা‌রি বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। সেই সাকিব আজ অসুস্থ। চি‌কিৎকরা জানান তার কিডনী‌তে পাথর হ‌য়ে‌ছে!অপা‌রেশন সার্জারীর মাধ্য‌মে তা অপসারণ কর‌তে হ‌বে। এজন্য প্র‌য়োজন প্রায় দুই লক্ষ টাকা। যা সা‌কি‌বের দ‌রিদ্র প‌রিবা‌রের প‌ক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। প্রাথ‌মিক চি‌কিৎসাই তা‌দের সহায় সম্বল সব শেষ হ‌য়ে গে‌ছে। সা‌কি‌বের চি‌কিৎসা ব্যয় যোগান দেওয়া তো দূ‌রের কথা এখন দৈন‌ন্দিন জীব‌নের খরচ চালা‌নোই দায় হ‌য়ে প‌ড়ে‌ছে তা‌র ভ্যান চালক বাবার পক্ষে।

সা‌কি‌বের বেঁচে থাকার আকুলতা তার প্রবল। বে‌ঁচে থে‌কে পড়া‌লেখা শেষ ক‌রে দেশ সমা‌জের জন্য কিছু কর‌তে চায় সে।এজন্য একমাত্র উপায় অপারেশন করে কিডনীর পাথর অপসারণ করা । এর জন্য প্রয়োজন প্রচুর অর্থের। এ জন্য সা‌কি‌বের প‌রিবার সমা‌জের বিত্তবান‌দের কা‌ছে সাহা‌য্যের হাত বা‌ড়ি‌য়ে‌ছেন। সমা‌জপতি ও ‌বিত্তবানেরা সহ‌যো‌গিতার হাত বাড়া‌লেই হয়ত বে‌ঁচে যা‌বে সম্ভাবনাময়ী এক‌টি জীবন।

সা‌কি‌বের প্র‌তি‌বেশী চরফ্যাশন সরকা‌রি ক‌লে‌জের ছাত্র আবদুল্লাহ আল আবদুল আ‌লিম ব‌লেন, কিডনিতে পাথর হয়ে সাকিব এখন মৃত্যুপথের যাত্রী আমরা যার যার অবস্থান থে‌কে সাধ্য অনুযায়ী সহ‌যো‌গিতার হস্ত প্রসা‌রিত কর‌তে পা‌রি। আ‌মি-আপ‌নি এক‌দি‌নের নাস্তার পয়সাটা ব্যয় কর‌তে পা‌রি সা‌কি‌বের চি‌কিৎসা‌সেবায়। মানবতার সেবায়।আপনার একটু সহ‌যো‌গিতায় সা‌কিব সুস্থভা‌বে বে‌চে থাকবে আমা‌দের মা‌ঝে।

সাকিব বলেন, আমি একটি হতদ‌রিদ্র সাধারণ পরিবারের সন্তান। আমার বাবার সহায় সম্বল কিছু নেই। সকলের সাহায্য-সহযোগিতা নি‌য়ে আমি এই সুন্দর পৃথিবীতে আরো কিছুদিন বাঁচতে চাই। যে কোন হৃদয়বান মানুষ যদি পারেন আমাকে সাহায্য করুন।

সাকিবকে সহ‌যো‌গিতা কর‌তে নি‌ন্মোক্ত নাম্বা‌রে নগদ বা বিকাশ করুন।

01314892827(সাকিব এর নাম্বার)

01757228156(সাকিব এর বাবার নাম্বার,) "নগদ"।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news