দিনাজপুর সদরে হাজীর দিঘীর মোড়ে ভুয়া ডাক্তার আটক

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৩ এপ্রিল, ২০২২, ২ years আগে

দিনাজপুর সদরে হাজীর দিঘীর মোড়ে ভুয়া ডাক্তার আটক

দিনাজপুর সদরের ৬নং আউলিয়াপুর ইউনিয়নের হাজীর দিঘীর মোড় বাজারে“ মোঃ রুস্তম আলী মাসুদ নামের এক ভুয়া ডাক্তার ও তার সহযোগী আব্দুল্লাকে গ্রেফতার করেছে র‌্যাব ।আটক রুস্তম আলী মাসুদ দীর্ঘদিন ধরে ভুয়াসাইন বোর্ড ডিগ্রি ব্যাবহা করে বিশেষজ্ঞ চিকিৎসকের নাম ধারণ করে “বাপ্পিফার্মেসী”নামক মেডিকেল ষ্টোর থেকে স্থানীয়দের সাথে প্রতারনা করে আসছিল । গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১৩, ক্রাইমপ্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি বিশেষ আভিযানিক দল তাকে আটক করে ।এসময় ফার্মেসীতে ভুয়াচিকিৎসক মোঃরুস্তমআলীমাসুদসহ তারব্যবহৃতবিভিন্ন ভূয়া প্রেসক্রিপশন,বিভিন্ন ধরণের জালসার্টিফিকেট এমনকি জনগণকে প্রভাবান্বিত করাজন্য নিজেরবানানো কম্পিউটারাইজড এডিটকরা বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব ও বিজিরিকর্মকর্তার পোষাক পরিহিত তার ছবিএবংতারফার্মেসি থেকে বিপুল পরিমানে অননুমোদিত বিভিন্নঔষধ, যৌন উত্তেজক ট্যাবলেট, বিভিন্নচিকিৎসাসামগ্রী জব্দ করা হয় ।এসময় র‌্যাব স্টীকার লাগানো একটি মটরসাইকেল ও জব্দ করা হয় । শুক্রবার বিকলে আটক ভুয়া চিকিৎসক মোঃ রুস্তম আলী মাসুদকে মামলা দায়েরের মাধ্যমে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয় ।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news