হরিণাকুণ্ডুতে প্রধান সড়কের গাছ কর্তন

উপজেলা প্রতিনিধি, হরিনাকুণ্ডু

৪ এপ্রিল, ২০২২, ২ years আগে

হরিণাকুণ্ডুতে প্রধান সড়কের গাছ কর্তন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু টু সাধুহাটি সড়কের দখলপুর ক্রুসফায়ার নামক ব্রিজ সংযুক্ত প্রধান সড়কে দিন দুপুরে (সোমবার বিকাল ৫ঘটিকায়)গাছ কেটে নেওয়া হলেও কোন ব্যাবস্থা নিতে দেখা যায়নি কতৃপক্ষকে এমনটাই অভিযোগ স্থানীদের। প্রধান সড়কের কড়াই গাছ কতৃনকারী হলেন উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের দখলপুর গ্রামের ছলেমানের ছেলে সামসুল উরফে কাটু।

এসময় স্থানীয়রা কতৃপক্ষকে জানালে প্রতিকার না পাওয়ায় গণমাধ্যম কর্মীকে জানালে গণমাধ্যম কর্মী ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সেলিম আহাম্মেদকে মোবাইলে জানালে তিনি বলেন,গাছ রাস্তার না মালিকানার,সরকারি জমির না খাস জমির,অভিযোগ করেছে কে তার নাম বলুন তাঁকে ফোন করতে বলুন। সার্ভেয়ার এনে মাপযোকের পর বোঝাযাবে গাছ কার,এমনটাই বলে কালক্ষেপন করেন।ততক্ষণে কাছ কর্তন শেষে অবাধে গাড়িতে তুলে নিয়ে যেতে দেখা গেছে।

অথচ সচেতন মহল বলছে,প্রধান সড়কের গাছ দেখাশুনা করার প্রয়োজন ছিলো কতৃপক্ষের। সেখানে ফোন করে জানানো হলেও ব্যাবস্থা না নিয়ে উল্টো পাল্টা বলে সময় ক্ষেপনকরে গাছ নিয়ে যেতে সহযোগিতা করার সামিল এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।

এব্যাপারে সামসুল ওরফে কাটু বলেন,সড়কের গাছটি অধিক বড় হওয়ায় তার জমির একাংশে ফসল হয় না। তাই তিনি গাছ কতৃন করছেন।

পত্রিকা একাত্তর/ মাহফুজুর রহমান উদয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news