নড়াইলে কৃষক লাঞ্চিত! সাংবাদিকের বিদ্ধে হয়রানি মুলক মামলার প্রতিবাদে মানববন্ধন

নড়াইল জেলা প্রতিনিধি

৪ এপ্রিল, ২০২২, ২ years আগে

নড়াইলে কৃষক লাঞ্চিত! সাংবাদিকের বিদ্ধে হয়রানি মুলক মামলার প্রতিবাদে মানববন্ধন

নড়াইলে কৃষককে লাঞ্চিত করার সংবাদ প্রচার করায় সাপ্তাহিক ও অনলাইন সংস্করণ “নড়াইলকণ্ঠ” পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ ৫জনের নামে মিথ্যা ও হয়রানি মুলক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরেরপ্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় নড়াইলপ্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দনাইমুর রহমান ফিরোজ, সাধারন সম্পাদক শামীমূল ইসলাম টুলু, নড়াইলকণ্ঠ”পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক মলয় কান্তিনন্দি, সাইফুল ইসলাম তুহিন, সাথী তালুকদার, লোহাগড়ার সাংবাদিক রেজাউলকরিম, কাজী আশরাফ, কালিয়ার সাংবাদিক ওমর ফারুক তুসার প্রমূখ।এসময় বক্তরা বলেন, সার কিনতে গিয়ে শারীরিক লাঞ্চনার স্বিকার কৃষক আলীমোহাম্মদ মন্ডল আবার তাকেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আসামী করাহয়েছে। আর এসব সংবাদ প্রকাশিত হওয়ায় সাংবাদিকের নামেও মামলা দায়ের করাহয়েছে, যা দুঃখজনক। বক্তারা বলেন, গত ১৭ ফেব্রুয়ারী নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামের কৃষক আলীআহম্দে সার কিনতে আসেন রূপগঞ্জ বাজারের সার ডিলার মোঃ হাসানুজ্জামানেরঘরে। সেখানে ওই সার ডিলারের ম্যানেজার সার বিক্রির জন্য অতিরিক্ত টাকাদাবি করলে ওই কৃষক মেমো দিতে বলেন।

এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে কৃষকআলী আহম্মেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।বিষয়টি নিয়ে নিউজ করায় ডিলার হাসানুজ্জামান সাংবাদিক কাজী হাফিজুর রহমান,কৃষক আলী আহম্মদ, কৃষক নেতা খন্দকার শাহেদ আলী শান্তসহ ৫জনের নামেডিজিটাল নিরাপত্তা আইন ও চাঁদাবাজীর মামলা করেছে। যা অত্যান্ত দু:খজনক ওনিন্দীয় কাজ। কৃষকরা কখনো চাঁদার জন্য যায় না। তাঁরা রোদ-বৃষ্টি মাথায়নিয়ে শরীরের ঘাম ঝরিয়ে ফসল উৎপাদন করে। আর আমরা আরাম-আয়েশ করে কৃষকের সেইউৎপাদিত ফসল ভোগ করি।বক্তারা আরো বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। আওয়ীলীগের ভাবমূর্তিক্ষন্ন করতে হাসানুজ্জামান সরকারের ভাবমূতি নষ্ট করছে। এর আগেওহাসানুজ্জামানের বিরুদ্ধে সার ও নারী কেলেংকারীর ঘটনা রয়েছে।অবিলম্বে অভিযুক্ত সার ডিলার হাসানুজ্জামানের সার ডিলার বাতিল, কৃষক ওসাংবাদিকদের নামে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানীমুলক মামলাপ্রত্যাহারের দাবি জানান।

অন্যথায় আগামীতে সারাদেশে ব্যাপী আন্দোলন গড়েতোলার ঘোষনা দেন বক্তরা।বক্তরা অবিলম্বে সাংবাদিদের হয়রানি কারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরদাবিও জানান।উল্লেখ্য, সাপ্তাহিক ও অনলাইন সংস্করণ “নড়াইলকণ্ঠ” পত্রিকার প্রকাশক ওসম্পাদক কাজী হাফিজুর রহমানসহ ৫জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাদায়ের করা হয়েছে। গত ২৩ মার্চ নড়াইল পৌরসভার বিসিআইসির সার ডিলার মোঃহাসানুজ্জামান বাদী হয়ে খুলনা বিভাগীয় ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন।মামলার বাদী হাসানুজ্জামান মামলায় আসামীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন,‘যেহেতু তিনি (হাসানুজ্জামান) নড়াইল জেলার সারের ডিলারদের প্রতিনিধিহওয়ার সুবাদে আসামীগণ বাদীর নিকট বিভিন্ন সময়ে বাদীকে নড়াইল জেলারডিলারদের নিকট হইতে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা আদায় করে দিতে বলে। বাদীডিলারদের কাছ থেকে টাকা আদায় করে দেওয়া যাইবে না বলায় উল্লেখিত ১, ২ নংআসামী বাদীকে হুমকী দেয় যে , কয়েক দিনের মধ্যে দেখা হবে।

গত ইং১৭/০২/২০২২ তারিখে সকাল অনুমান ১০:৩০ ঘটিকার সময় উল্লেখিত ১, ২ নংআসামীদের ইন্দনে ৩ নং আসামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) এর নড়াইলপৌরশাখার ৮ নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোন্ডলকে কৃষকসাজাইয়া বাদীর রূপগঞ্জ বাজারস্থ সারের দোকানে পাঠাইয়া বাদীর কর্মচারীহিরামনকে এক বস্তা সার দিতে বলে। বাদীর কর্মচারী সরকার নির্ধারিত মূল্যে উক্ত আলী মোহাম্মদ মোল্ডলকে একবস্তা এমওপি সার দেয়। কিছুক্ষণ পর উল্লেখিত আসামীগণ দূরে দাঁড়াইয়াউল্লেখিত আলী মোহাম্মদ মন্ডলকে পুনরায় সার কিনতে বাদীর দোকানে পাঠাইলেআলী মোল্ডল বাদীর কর্মচারীর নিকট পুনরায় এক বস্তা এমওপি সার চায়। তখনবাদীর কর্মচারী উল্লেখিত ব্যক্তিকে বলে যে, ১০ মিনিট পূর্বে আপনি একবস্তা এমওপি সার নিয়ে গেলেন আবার সার কেন ? এমওপি এক বস্তা পুনরায় নিতেহলে সংগে এক বস্তা ড্যাপ সার নিতে হবে। তখন উক্ত ব্যক্তি বাদীরকর্মচারীকে বলে যে, শালা মালাউনের বাচ্চা এমওপি এক বস্তা সার না দিলেতোকে খুন করবো এবং বাদীর কর্মচারীরকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে।তখন বাদীর কর্মচারী সারক্রেতা মোহাম্মদ আলী মন্ডলকে গালি দিতে নিষেধকরিলে উক্ত ক্রেতা তাকে মারতে গেলে বাদীর কর্মচারী হিরামন উল্লেখিতক্রেতাকে টানিতে টানিতে বাজারের দিকে আনতে গেলে রূপগঞ্জ বাজারের উপস্থিতব্যবসায়ীগণ বাদীর অগোচরে বিষয়টি মিমাংসা করে দেয়।

উক্ত ঘটনার সূত্র ধরে এবং উল্লেখিত ১,২ নং আসামীগণ বাদীর কাছ থেকেঅনৈতকিভাবে টাকা আদায় করিতে না পারিয়া কিছু সখ্যক নড়াইলের স্থানীয় বিএনপিনেতাদের পরামর্শ মত বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যেএবং বাদীকে সমাজে হেয় প্রতিপন্ন করার কু-মানসে, ইচ্ছাকৃতভাবে, জ্ঞাতসারেঅপদস্ত করার জন্য, ভীতি প্রদর্শনের জন্য বাদীর সারের ডিলারশীপ বাতিল করারকু-উদ্দেশ্যে প্রকৃত সত্য ঘটনাকে আড়াল করে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে বাদীরমান সম্মান ক্ষুন্ন করার অভিপ্রায়ে মিথ্যা কাহিনী অবলম্বনে বাদীরবিরুদ্ধে মানব বন্ধন সহ আসামীদের সরবরাহকৃত মিথ্যা তথ্য দিয়া সাংবাদিকসম্মেলন করেন। ১নং আসামীর নড়াইলকণ্ঠ নিউজ নিজ নামীয় ফেসবুক আইডি থেকে গতইং ১/০২/২০২২ তারিখ হইতে বাদীর বিরুদ্ধে ধারাবাহিকভাবে অসত্য তথ্যইলেকট্রনিক বিন্যাসে করিয়া বাদীর এক কোটি টাকার মান সম্মান ক্ষুন্ন করেছেবলে দাবি করেন। আসামী কর্তৃক পরস্পর যোগসাজসে বাদীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করেবাদী সমাজে হেয় প্রতিপন্ন হইয়াছে।

তাছাড়া বাদীর বিরুদ্ধে প্রশাসনিকতদন্তে আসামিদের প্রচারিত তথ্য মিথ্যা প্রমাণিত হয়েছে।সার ক্রেতা আলী মোল্ডল কোনো কৃষক নহে, তৎসত্ত্বেও তিনি সাংবাদিকদেরইন্দনে বিবৃত্তি দিয়াছে। শুধুমাত্র উল্লেখিত আসামীগণ ও বিএনপি নেতাদেরমদদে সরকারের ভাবমূর্তি ও বাদীর মান সম্মান ভূলুষ্ঠিত করিবার কুমানসে ওউল্লেখিত আসামীদের দাবীকৃত টাকা বাদী না দেয়ায় ইচ্ছাকৃতভাবে বাদীরবিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে অপরাধ করিয়াছেন। এই ঘটনা স্থানীয়সাক্ষীগণ সহ অনেকেই জ্ঞাত আছে।বাদী উল্লেখিত ঘটনায় নড়াইল সদর থানায় ইং ২৪/০২/২০২২ তারিখে মামলা করিতেগেলে থানা কর্তৃপক্ষে কয়েকদিন ঘুরাইয়া অবশেষে মামলা গ্রহণ না করিয়া বিজ্ঞআদালতে মামলা করার পরামর্শ দেন। সে কারণে হুজুরাদালতে মামলা করিতে বিলম্বহইল।

এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে, কৃষক আলী মোহাম্মদ মন্ডল সার কিনতেগেলে দোকানের ম্যানেজার হিরামন তাকে ঘাড়ধাক্কাতে ধাক্কাতে বাজারের মধ্যেনিয়ে যায় এবং হাসানুজ্জামান তাকে গালাগাল ও কিলঘুষি মারার ঘটনার প্রতিবাদও হাসানের সারের ডিলারশীপ বাতিলের দাবীতে কৃষক লীগের মানববন্ধন করে।এ কর্মসূচির ওপর একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর কৃষিমন্ত্রণালয়হতে সরেজমিনে তদন্ত করার জন্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রবীন্দ্রশ্রীবড়–য়াকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news