হ্যাপি নিউ ইয়ার (শুভ নববর্ষ)। কুয়াশার চাদর ছিঁড়ে পূর্ব আকাশে উঠেছে নতুন সূর্য। আজ নতুন বছরের প্রথম দিন। স্বর্ণরাঙা উজ্জ্বল ভোর চারদিকে ছড়িয়েছে স্বপ্নে সুষমা। এ এক নতুন ভোর। নিত্য দিনের নিয়ম মেনে আজও উদিত হয়েছে নতুন সূর্য। সকলের কাছে এসেছে নতুন আরেকটি সকাল। নতুন করে শুরুর দিন। অতীতের সব হিংসা-বিদ্বেষ পেছনে ফেলে, সৌহার্দ্য-সম্প্রীতির সম্মিলনের দিন। গত কালকের (শুক্রবার) সূর্যাস্তের মধ্য দিয়ে কালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর ২০২১ সাল। 


আজকের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হলো নতুন বছরের দিনপঞ্জি ২০২২ সন। পেছনের সব গ্লানি,বেদনা আর অপ্রাপ্তির ছাপ মুছে নব সম্ভাবনার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হলো বিশ্ববাসীর। গত রাত ১২.০০ মিনিটে সারাবিশ্বের মত বাংলাদেশেও সব প্রান্তের মানুষ নানা আয়োজনে, উৎসবের আমেজে বরণ করেছে ইংরেজি নতুন বছর ২০২২ সালকে।

তবে এবারের নতুন বছরকে ভরণের বিষয়টি প্রতিবারের চেয়ে একটু ভিন্ন ছিলো। সারাবিশ্বে নভেল করোনা ও ওমিক্রণের অতিমারিতে পাড়ি দিলো দুটি বছর। গতরাত ঘড়ির কাঁটা বারোটার ঘরে পৌঁছাতে না পৌঁছাতেই পুরনো হয়ে গেল ২০২১ সাল আর নতুনের আহ্বান নিয়ে হাজির হলো ২০২২ সাল। এবার পুরনোকে বিদায় আর নতুনকে স্বাগত জানাতে আনুষ্ঠানিক কোন কর্মসূচি না থাকলেও সারাদেশের বিভিন্ন স্থানে ঘরোয়া ভাবে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। 

পাওয়া-না পাওয়ার স্মৃতি-বিস্মৃতির একটি বছর শেষে নতুন বছরের শুরুর দিন আজ। চোখের সামনে এসে দাঁড়ায় ধূসর হয়ে আসা গল্পগাথার সারি সারি চিত্রপট। কখনো বুকের ভেতর উঁকি দেয় ব্যক্তিমানুষের একান্তই দুঃখ-যাতনা। কখনো পাওয়ার আনন্দে নেচে ওঠে হৃদয়। রাষ্ট্র, সমাজ, গোষ্ঠী কত পালাবদল কত পূর্ণ না হওয়া স্বপ্নসাধ ডানা মেলে আকাশে। ভূলতে বসা কত স্মৃতি নতুন করে উঁকি দেয় মনে। জেগে ওঠে পুরনো বছরের কত পুরনো দৃশ্য। সামনে এসে নিঃশব্দে দাঁড়ায় স্মৃতি-বিস্মৃতির কত আড়াল। 

বিদায়ী বছরের সঙ্গে সঙ্গে বিগত দিনের দুঃখ বেদনা ভুলে নতুন দিনে নতুন করে সব শুরু করার তাগিদে মেতে উঠে দেশবাসী। ইংরেজি নতুন বছর ২০২২ ইং এর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকা ৭১ সম্পাদক, প্রকাশক, সহকারী নির্বাহী সম্পাদকসহ বার্তা সম্পাদক নতুন বছরের অভিনন্দন বার্তায় পত্রিকা৭১ সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায়। 

অভিনন্দন বার্তায় আমি বার্তা সম্পাদক পত্রিকা ৭১ ও হরিপুর প্রেসক্লাবের সদস্যের পক্ষ থেকে জানাচ্ছি- “হ্যাপি নিউ ইয়ার এবং গেলো বছরের দুঃখ-কষ্ট আর গ্লানি পেছনে ফেলে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো, এগিয়ে চলবো নতুন প্রজন্মের জন্য ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব মুক্ত দেশ গড়তে সর্বদায় কাজ করবো-এ প্রত্যাশায়।

পত্রিকা ৭১ এর সকল পাঠক ও শুভাকাঙ্খিদের নতুন বছরের শুভেচ্ছা ও দোয়া থাকলো অবিরাম ।

">

হরিপুর প্রেসক্লাব ও পত্রিকা৭১ এর পক্ষ হতে নতুন বছরের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১ জানুয়ারী, ২০২২, ২ years আগে

হরিপুর প্রেসক্লাব ও পত্রিকা৭১ এর পক্ষ হতে নতুন বছরের শুভেচ্ছা

“যতই কাঁদো নতুন বছর যাবেই চলে বছর পরে,

ভালোবাসায় ভরিয়ে দিলেও

রইবে না সে তোমার তরে ।

তাই চেষ্টা করো বছর যেন

ভালোবাসায় ভরে ওঠে ।

মান অপমান,বিদ্বেষ ভুলে

হাসি ফোটে সবার ওঠে-”

-ঃ-অভিনন্দন ও সুস্বাগতম ২০২২-ঃ-

হ্যাপি নিউ ইয়ার (শুভ নববর্ষ)। কুয়াশার চাদর ছিঁড়ে পূর্ব আকাশে উঠেছে নতুন সূর্য। আজ নতুন বছরের প্রথম দিন। স্বর্ণরাঙা উজ্জ্বল ভোর চারদিকে ছড়িয়েছে স্বপ্নে সুষমা। এ এক নতুন ভোর। নিত্য দিনের নিয়ম মেনে আজও উদিত হয়েছে নতুন সূর্য। সকলের কাছে এসেছে নতুন আরেকটি সকাল। নতুন করে শুরুর দিন। অতীতের সব হিংসা-বিদ্বেষ পেছনে ফেলে, সৌহার্দ্য-সম্প্রীতির সম্মিলনের দিন। গত কালকের (শুক্রবার) সূর্যাস্তের মধ্য দিয়ে কালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর ২০২১ সাল।

আজকের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হলো নতুন বছরের দিনপঞ্জি ২০২২ সন। পেছনের সব গ্লানি,বেদনা আর অপ্রাপ্তির ছাপ মুছে নব সম্ভাবনার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হলো বিশ্ববাসীর। গত রাত ১২.০০ মিনিটে সারাবিশ্বের মত বাংলাদেশেও সব প্রান্তের মানুষ নানা আয়োজনে, উৎসবের আমেজে বরণ করেছে ইংরেজি নতুন বছর ২০২২ সালকে।

তবে এবারের নতুন বছরকে ভরণের বিষয়টি প্রতিবারের চেয়ে একটু ভিন্ন ছিলো। সারাবিশ্বে নভেল করোনা ও ওমিক্রণের অতিমারিতে পাড়ি দিলো দুটি বছর। গতরাত ঘড়ির কাঁটা বারোটার ঘরে পৌঁছাতে না পৌঁছাতেই পুরনো হয়ে গেল ২০২১ সাল আর নতুনের আহ্বান নিয়ে হাজির হলো ২০২২ সাল। এবার পুরনোকে বিদায় আর নতুনকে স্বাগত জানাতে আনুষ্ঠানিক কোন কর্মসূচি না থাকলেও সারাদেশের বিভিন্ন স্থানে ঘরোয়া ভাবে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান।

পাওয়া-না পাওয়ার স্মৃতি-বিস্মৃতির একটি বছর শেষে নতুন বছরের শুরুর দিন আজ। চোখের সামনে এসে দাঁড়ায় ধূসর হয়ে আসা গল্পগাথার সারি সারি চিত্রপট। কখনো বুকের ভেতর উঁকি দেয় ব্যক্তিমানুষের একান্তই দুঃখ-যাতনা। কখনো পাওয়ার আনন্দে নেচে ওঠে হৃদয়। রাষ্ট্র, সমাজ, গোষ্ঠী কত পালাবদল কত পূর্ণ না হওয়া স্বপ্নসাধ ডানা মেলে আকাশে। ভূলতে বসা কত স্মৃতি নতুন করে উঁকি দেয় মনে। জেগে ওঠে পুরনো বছরের কত পুরনো দৃশ্য। সামনে এসে নিঃশব্দে দাঁড়ায় স্মৃতি-বিস্মৃতির কত আড়াল।

বিদায়ী বছরের সঙ্গে সঙ্গে বিগত দিনের দুঃখ বেদনা ভুলে নতুন দিনে নতুন করে সব শুরু করার তাগিদে মেতে উঠে দেশবাসী। ইংরেজি নতুন বছর ২০২২ ইং এর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকা ৭১ সম্পাদক, প্রকাশক, সহকারী নির্বাহী সম্পাদকসহ বার্তা সম্পাদক নতুন বছরের অভিনন্দন বার্তায় পত্রিকা৭১ সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায়।

অভিনন্দন বার্তায় আমি বার্তা সম্পাদক পত্রিকা ৭১ ও হরিপুর প্রেসক্লাবের সদস্যের পক্ষ থেকে জানাচ্ছি- “হ্যাপি নিউ ইয়ার এবং গেলো বছরের দুঃখ-কষ্ট আর গ্লানি পেছনে ফেলে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো, এগিয়ে চলবো নতুন প্রজন্মের জন্য ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব মুক্ত দেশ গড়তে সর্বদায় কাজ করবো-এ প্রত্যাশায়।

পত্রিকা ৭১ এর সকল পাঠক ও শুভাকাঙ্খিদের নতুন বছরের শুভেচ্ছা ও দোয়া থাকলো অবিরাম ।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news