ঠাকুরগাঁও গড়েয়াতে ১পরিবারের ঘর ভস্মীভূত!

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

১১ মার্চ, ২০২২, ২ years আগে

ঠাকুরগাঁও গড়েয়াতে ১পরিবারের ঘর ভস্মীভূত!

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া রোড চকহলদি নামক স্থানে আনুমানিক বিকল সারে ৪টার সময় এক দিন মুঞ্জুরের বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এসময় ৩টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, স্থানিয়রা শত চেষ্টা করেও ঘরের কোনো আসবাবপত্র ও প্রয়োজনিও কিছুই বের করতে পারেনি। ধারনা করা হচ্ছে বিদ্যুৎ শর্টসার্কিটে আগুন লেগেছে।

সদর উপজেলার ১৩গড়েয়া ইউনিয়নের চকহলদি গ্রামের সর্বদ আলী (৪০), পিতা, ইদ্রিস আলী (৬০) এর বাড়িতে আনুমানিক বিকাল সাড়ে ৪টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানাযায়, অগ্নিকান্ডের সময় এলাকাবাসীরা ৩০মিনিটে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে না আন্তে পারায় সব পুড়ে ছাই হয়। এসময় অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৩টি ঘড় পুড়ে যায়।

সবর্দ আলী জানান, ভয়াবহ এ আগুনে পুড়ে ছাই। ফ্রীজ, টিভি, চাল, ডাল, আসবাবপত্র, ১০০০০ টাকা পুড়ে যায়। তারা বলে এ অগ্নিকান্ডে তাদের প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বদ আলী আর জানান, আমার পরিবারের সদস্যেদের পড়নের কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন কোথায় থাকবো, কি করবো আমার তো সবকিছু শেষ।

তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ধারনা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। এ-বিষয়ে স্থানীয় ইউপি সদস্য গোলাপ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে, এই লোকটার কিছুই রইলো না, ঘরে যা ছিলো সব পুরে ছাই হয়ে গেছে।

এবিষয়ে গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রইছ উদ্দিন সাজু মাস্টারের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন, লোকটা খুব অসহায়, আমি তাকে চিনি, আমরা দেখি তাকে থাকার ব্যবস্থা করে দিবো।

এই বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসারের সাথে ফোটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, চেয়ারম্যানকে বলেন একটি লিখিত দিতে, সরকারি ভাবে যতটুকু সাহায্য করা যায়, আমরা করবো।

পত্রিকা একাত্তর/মোঃ আলমগীর

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news