সরস্বতী পূজাতে মা এর গলায় মুজিবের টাকা!

উপজেলা প্রতিনিধি | মোল্লাহাট, ফকিরহাট

উপজেলা প্রতিনিধি | মোল্লাহাট, ফকিরহাট

৫ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

সরস্বতী পূজাতে মা এর গলায় মুজিবের টাকা!

বাগেরহাটে মোল্লহাটে উপজেলার চরকুলিয়া সার্বজনীন দূর্গা মন্দিরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মে ১২ মাসে ১৩ পার্বন এর নিয়ম অনুযায়ী এই পূজা অনুষ্ঠিত হয়।

পূজা মন্দিরের পূজারী বাবু কালিপদ বিশ্বাস জানান যে হিন্দু ধর্মের অন্যন্য পূজার মধ্য অন্যতম এই সরস্বতীর পূজা।তিনি অারো জানান প্রতিবছর এই পূজা অনুষ্ঠিত হয়। এই পূজার অন্যতম কারন বিদ্যাশিক্ষা লাভ করা। পূজা শুরু হয় সকাল ১০ টা নাগাত ও পূজা শেষ হয় ১২ঃ২০ মিনিটে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা কমিটির সাধারন সম্পাদক বাবু দেবাশিস বসু অারো উপস্থিত ছিল মন্দিরে পূজা কমিটির সভপতি দেবাশীশ বসু, সাধারণ সম্পাদক হ্রদয় সরকার ও কোষাদক্ষ বিজন বিশ্বাস ও এলাকার সাধারন যুবক যুবতীও অন্যন্য ব্যাক্তিবর্গ।

পত্রিকা একাত্তর/ সৌরভ কুমার

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news