নীলফামারীর ডোমারে জাতীয় পার্টির উপজেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮শে মে) সকাল ১১টায় ডোমার প্রেসক্লাব হলরুমে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে অনুষ্ঠিত আহ্বায়ক কমিটির প্রথম আলোচনা সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আসাদুজ্জামান চয়ন।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব সার্জেন্ট (অবঃ) মো. তহিদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান আতিক, পৌর শাখা জাতীয় পার্টির সভাপতি মো. হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক মো. হাচান চৌধুরী, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান অয়ন, কেতকীবাড়ী ইউনিয়ন শাখার জাতীয় পার্টির সদস্য সচিব শাহনেওয়াজ মামুন পাভেল, জাতীয় ছাত্রসমাজের উপজেলা আহ্বায়ক গোলাম রব্বানী, ছাত্রসমাজের জেলা সদস্য নাঈম ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ তাদের সাংগঠনিক বিভিন্ন সমস্যা এবং সংগঠনকে গতিশীল করে আগামী নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জাতীয় পার্টির প্রার্থীকে সংসদ সদস্য হিসেবে বিজয়ী লাভ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
ডোমার উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আসাদুজ্জামান চয়ন বলেন, জাতীয় পার্টির উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে গতিশীল করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার উদাত্ত আহ্বান করছি।
পত্রিকা একাত্তর/রিশাদ