ছবি যখন কথা বলে

অতিথি লেখক

৯ জুন, ২০২২, ১ year আগে

ছবি যখন কথা বলে

ছবি যখন কথা বলে। শিল্পীর মনের আবেগ ভালোবাসা দিয়ে রং তুলিতে মনের মাধুরি মিসিয়ে ফুটিয়ে তোলে। আর্ট এমন একটি বিষয়, মানুষের আবেগ থেকে যার জন্ম, সুন্দরের প্রতি আকাঙ্ক্ষা থেকে যার বিকাশ; সৃজনশীল মানুষের হাতে যার প্রকাশ ও উৎকর্ষতা।

শিল্পী যেমন তার ছবিতে জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্নাকে তুলে আনেন তেমনি আনেন আরও নানান অনুষঙ্গকে। সৃজনশীল মানুষ কখনও স্রেফ সুন্দরের প্রতি আকাঙ্ক্ষাবশত আপন আনন্দে শিল্পের জন্ম দিয়েছেন, কখনও আবার প্রয়োজনের তাগিদে শিল্পের আশ্রয় নিয়েছেন।

আর্ট শিল্পীদের একটা সৃজনশীল মেধা থাকে যে কারো সেটা থাকে না। আমাদের দেশে এমন হাজারো সৃজনশীল তরুণ-তরুণীদের মনের মাধুরি দিয়ে আর্টকে এখনো সবার মাজে আকড়ে ধরে রেখেছে। তেমনি একজন মেধাবী আফছানা মিম।

নিজের হাতের মাধুরি দিয়ে অল্প বয়সে রং তুলিতে ফুটিয়ে তুলেছে মনের আবেগ ভালোবাসা। গাজীপুর এর টঙ্গী থানার মেয়ে আফছানা মিম(২০)।মার্দ্রাসায় পড়ুয়া এই তরুণী অল্প বয়স থেকেই নিজ হাতে মাধুরি দিয়ে আর্ট করেছেন অনেক ছবি।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news