ফিরছেন শিক্ষার্থীরা, জবিতে ক্লাস শুরু ৮ মে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

৭ মে, ২০২২, ১ year আগে

ফিরছেন শিক্ষার্থীরা, জবিতে ক্লাস শুরু ৮ মে

প্রতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুয়েকটি ছাড়া সব বিভাগ রমজানের শুরুতে বন্ধ হয়ে যায়। কিন্তু করোনার কারণে সৃষ্ট শিক্ষা ঘাটতি পুষিয়ে নিতে ২২ রোজা (২৪ এপ্রিল) পর্যন্ত ক্যাম্পাস খোলা ছিল। বিভিন্ন বিভাগে ছিল পরীক্ষা, অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন।

এবার জবিতে ঈদের ও অন্যান্য ছুটি শুরু হয় ২৫ এপ্রিল থেকে, যা শেষ হচ্ছে রবিবার (৭ মে)। ক্লাস শুরু হবে ৮ মে থেকে। আর তাই ঈদের আমেজ কাটতে না কাটতেই স্বজনদের ছেড়ে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা।

কলা অনুষদ,ব্যবসায় শিক্ষা অনুষদ, ভূগোল ও পরিবেশ বিভাগসহ অনেক বিভাগেই পরীক্ষা ছিল রমজানে। প্রায় সবগুলো বিভাগেই এখন সেমিস্টার ফাইনাল পরীক্ষা বাকী রয়েছে। ইতিমধ্যে অনেক বিভাগে মিডটার্ম পরীক্ষা শেষ করলেও অনেক বিভাগের ল্যাব ও প্রেজেন্টেশন বাকি আছে বলে জানা যায়।

বেশিরভাগ অনুষদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা এ মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে। সেজন্য বেশিরভাগ বিভাগ রমজানেই সেমিস্টারের ক্লাস শেষ করেছে। দু-একদিন আগে ফেরা শিক্ষার্থীরা কিছুটা অসন্তুষ্ট হলেও ক্যাম্পাসে বন্ধু-বান্ধবদের মাঝে ফিরবে বলে আনন্দও অনুভব করছেন।

এ বিষয়ে ২য় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান নোমান জানান, রমজানে বন্ধের আগে কিছু বিষয়ের মিডটার্ম পরীক্ষা বাকী ছিল। এছাড়াও ল্যাব, পরীক্ষা ও প্র্যাক্টিকাল থাকায় ফিরে এলাম, প্রস্ততি নিতে হবে। তবে ঈদের আমেজ এখনও কাটেনি। পরিবার, আত্নীয়-স্বজনদের সাথে কিছু সময় পার করতে পেরেছি। আগে ফিরে আসায় ম্যাসের বন্ধুদের সঙ্গেও ঈদের আনন্দটা ভাগ করতে পারছি। সব মিলিয়ে ভালোই লাগছে।

পত্রিকা একাত্তর / অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news