নেই রাস্তা, ভাংগা ব্রিজে হাজারো মানুষের জনদুর্ভোগ

উপজেলা প্রতিনিধি, মোরেলগঞ্জ

১৬ জুলাই, ২০২২, ১ year আগে

নেই রাস্তা, ভাংগা ব্রিজে হাজারো মানুষের জনদুর্ভোগ

বাগেরহাটের মোরেলগনঞ্জে বারইখালি ইউনিয়ন ও ১১ নং বহরবুনিয়া ইউনিয়নের সাথে সংযোগকারী এস, বি বহরবুনিয়া বাজার সংলগ্ন স্থানের ব্রীজটি ভেংঙ্গে পড়েছে। ফলে এলাকার যাতায়াত ব্যাবস্থা দীর্ঘক্ষন ধরে বন্ধ থাকায় হাজারো মানুষের জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।

ফুলহাতা, ঘষিয়াখালী থেকে মোরেলগঞ্জ পৌরসদরে পৌছানোর একমাত্র সড়কপথ এটি ।উপজেলার বারইখালি ইউনিয়নের ও ১১ নং, বহরবুনিয়া ইউনিয়নে নদীর পাড়ে ঘেষা এস বি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখভাগের কাটাখালের উপরে নির্মিত ব্রীজটি দিয়ে ১১নং বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা ,ঘশিয়াখালীগামী লোকজনের যাতায়াত রয়েছে।

নদীরপাড় ঘেষা রাস্তাটি বিভিন্ন ঘূর্নিঝড়ের কবলে পড়ে বেহাল দশা হয়ে পড়ে রয়েছে অনেক বছরের বেশি সময় ধরে। মোরেলগঞ্জ নদীর পাড় এরিয়া ফেরিঘাট থেকে শুরু হয়ে ১৪ নং বারইখালি ও১১ নং বহরবুনিয়া ইউনিয়নের কাটাখালের মধ্যে সর্বমোট ৫ টি সংযোগ সেতু রয়েছে যেগুলো দিয়ে ফুলহাতা বাজার হয়ে ঘশিয়াখালী গিয়ে মিলেছে।

এছাড়াও মোরেলগঞ্জ থেকে ঘষিয়াখালী বাজার পর্যন্ত যাতায়াত পথের মাঝে সর্বমোট ৫ টি সংযোগ সেতু থাকলেও ইতি মধ্যেই ৩ টি প্রধান ঢালাই সেতুই ভেংঙ্গে পড়েছে। ফলে এসব এলাকার বেশিরভাগ লোকজনই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন ট্রলার বা নৌকায়।

উন্নায়নের ছোয়া না পাওয়া এসকল এলাকার রাস্তাঘাট গুলি এখন চলাচলের একদমি অনুপযোগী ।তাছাড়া মোরেলগঞ্জ সদর ও ঘষিয়াখালী যাবার সংযোগী এস,বি বাজার সম্মুখীন কাটখালের ব্রীজটি ভেংঙ্গে পড়ায় এই জনদুর্ভোগ আরো কয়েক গুন বাড়িয়ে দিয়েছে বলে জানান স্থানীয়রা।

তারা বলছেন , প্রতিদিন এই ব্রীজটি দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত।এছাড়াও মোরেলগঞ্জ পৌরসদরে অবস্থীত স্কুলকলেজে পড়ুয়া ছাত্র ছাত্রীদেরও অসুবিধা হচ্ছে স্কুল কলেজে পৌছাতে। ব্রীজটি ভেংঙ্গে পড়ার কারনে চলাচল করতে পারছেনা কোন ধরনের সাধারন যানবাহন।

এমনকি এসব এলাকার লোকজনের মোরেলগঞ্জ সদরে পৌছাতে পোহাতে হচ্ছে নানা জনদুর্ভোগ। সময়মতো কর্মস্থলে পৌছাতে না পারার ফলে ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবীক কাজকর্ম। এসকল এলাকার লোকজনের মোরেলগঞ্জ পৌরসদরে আসার একমাত্র যাতায়াত ব্যাবস্থার সড়ক পথ বলা হয় এটিকে।

দীর্ঘদিন ধরে এসব অঞ্চলে নামে রাস্তা থাকলেও তা চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়ে রয়েছে দীর্ঘবছর ধরে। বিভিন্ন ঘূর্নিঝড়ের কবলে পড়ে তীব্র পানির স্রোত আর নদীর স্বাভাবিক জোয়ার এবং অতিরিক্ত ভাংঙ্গনের ফলে এসকল এলাকার কাঁচা রাস্তাগুলি ভেংঙ্গে গিয়ে হাজার হাজার ঘরবাড়ি সহ কয়েকশত মাছের ঘের তলিয়ে প্রতিনিয়তো লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা।

তাছাড়া বিষয়টি নিয়ে অনেক জনপ্রতিনিধি প্রতিশ্রুতি দিলেও তা সময়মত কার্যকর হচ্ছেনা বলে জানিয়েছেন এসকল এলাকার ভুক্তভোগী জনসাধারন। এমনকি ব্রীজটি ভেংঙ্গে পড়ার কারনে এসকল এলাকার মানুষদের পোহাতে হচ্ছে নানা সমস্যা গুনতে হচ্ছে অতিরিক্ত যাতায়াত ভাড়া ।ব্রীজটি ভেংঙ্গে পড়ার কথা সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে স্থানীয় লোকজন জানান।

তাছাড়া অতি দ্রুত এর ব্যাবস্থা নিয়ে মোরেলগনঞ্জ, বারইখালিসহ বহরবুনিয়ার সাধারন মানুষের এই জনদুর্ভোগ নিরসনের তৎপর চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন স্থানীয়রা। স্থানীয়দের দাবী অতি দ্রুত তাদের এই রাস্তাটির ও কাটাখালের উপর সংযোগী ভাংঙ্গা ব্রীজটির সংস্কার করে এবং টেকসই ভেড়িবাদ রাস্তা নির্মান করে তাদের জনজীবনে একটু হলেও প্রশান্তি এনে দিবেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এমনটাই প্রত্যাশা সকলের।

পত্রিকাএকাত্তর /নাজমুল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news