"ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য ছুরিকাঘাতে নিহত"
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গত রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মোটরসাইকেল ধাক্কা লাগার পর কথাবার্তার জেরে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা বিভাগ এর মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকায়।