মাদরাসায় মিলল ছাত্রের মরদেহ, পরিবারের দাবি হত্যা

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৪ মে, ২০২৫, ৫ ঘন্টা আগে

মাদরাসায় মিলল ছাত্রের মরদেহ, পরিবারের দাবি হত্যা

লক্ষ্মীপুরের শিবগঞ্জে আল-মুঈন ইসলামী একাডেমী থেকে ৭ বছরের সানিম হোসাইনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সানিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ মে) দুপুরে। মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানিমের মৃত্যুর ঘটনায় তার পরিবার অভিযোগ করছে যে, সানিমকে শিক্ষক মাহমুদুর রহমান মারধর করেছেন, যা পরবর্তীতে তার মৃত্যুর কারণ হিসেবে বলা হচ্ছে।

ঘটনার সময় সানিমের সহপাঠীরা জানিয়েছে, সানিমকে শিক্ষক মাহমুদুর রহমান মারধর করেছেন, কিন্তু তারা এর বিস্তারিত কারণ জানাতে পারেনি।

এদিকে মাদরাসার সিসি ক্যামেরায় দেখা যায়, সানিম গামছা নিয়ে টয়লেটে ঢুকতে এবং সেখানে তার মৃত্যু ঘটেছে। তার মরদেহ টয়লেটের বদলে নিচতলার একটি কক্ষে পাওয়া যায়। মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমেদ বলেন, সিসি ক্যামেরায় দেখা গেছে, সানিম টয়লেটে ঢুকে, তবে সেখানে তার মরদেহ কেন পাওয়া গেল, সে বিষয়ে কোনো সঠিক তথ্য জানাতে পারেননি।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানিয়েছেন, সানিমের গলায় ও শরীরের বিভিন্ন অংশে কালো দাগ রয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে শিক্ষক মাহমুদুর রহমানকে আটক করেছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সঠিক মৃত্যুর কারণ জানা যাবে।

সানিমের পরিবারের সদস্যদের অভিযোগ, শিক্ষক মাহমুদুর রহমান সানিমকে অযথা শাস্তি দিয়েছিলেন এবং তার পেছনে কোনো রহস্যজনক কারণ থাকতে পারে। পরিবার ও স্বজনরা হত্যার বিচার চেয়ে পুলিশ ও প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।

স্থানীয়রা জানান, সানিমের হত্যাকাণ্ডের ঘটনায় তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টির তদন্তের জন্য পুলিশি ব্যবস্থা দাবি করেছেন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news