"ভোটাধিকার ফিরিয়ে দিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দাবি মুফতি ফয়জুল করীমের"
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, জাতীয় নির্বাচন দ্রুত সম্পন্ন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তিনি অভিযোগ করেন, উপদেষ্টা সরকার মাত্র ৮ মাসের মধ্যে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, যা দেশের পরিস্থিতি আরও খারাপ করেছে।
মুফতি ফয়জুল করীম তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার ভারতের সাথে গোলামি চুক্তি করে দেশের স্বার্থের ক্ষতি করেছে, এবং দেশে অপরাধ ও চুরি-ছিনতাই বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার ১৫ বছর ক্ষমতায় থেকে দেশের উন্নতির বদলে ধ্বংস সাধন করেছে।
তিনি ইঙ্গিত করেন যে, ভারতের প্রভাব বাংলাদেশের উপর বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এবং তিনি দাবি করেন দেশবাসী ভারতের প্রতি অন্ধ অনুগত হয়ে গেছে।
মুফতি ফয়জুল করীম আরও বলেন, গণমাধ্যমের মাধ্যমে ভারতে ঘটিত যুদ্ধ এবং ব্রিটিশ শাসন থেকে মুক্তির ইতিহাস সম্পর্কে দেশবাসী সঠিকভাবে জানে না।
তিনি সতর্ক করেন, বর্তমান সরকারের আমেরিকা-অনুগামী নীতি এবং চট্টগ্রামের সেন্ট মার্টিন-এ আমেরিকার ঘাঁটি প্রতিষ্ঠার প্রচেষ্টার বিপক্ষে তিনি শঙ্কা প্রকাশ করেন।
এছাড়া, গণসমাবেশে বক্তৃতা করেন, ভৈরব উপজেলা শাখার সভাপতি হাজী মোহাম্মদ মুসা খানসহ দলের কিশোরগঞ্জ জেলা শাখার নেতারা।