‘‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’’ এই স্লোগানকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে যথাযোগ্য মর্যাদায় জাকজমকভাবে পালিত হলো জাতীয় শিক্ষক দিবস। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (২৭অক্টোবর) বেলা ১১টায় বর্ণাঢ্য র্যালি বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারী কলেজ থেকে শুরু হয়ে উপজেলা চত্বর সহ বিভিন্ন স্থান প্রদক্ষিন করে পুনরায় কলেজ র্যালি শেষে হয়।
বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. একরামুল হক। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান, শিক্ষা কর্মকর্তা খ.ম জাহাঙ্গীর আলম প্রমূখ।
শিক্ষকদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ২৭ অক্টোবর শিক্ষক দিবস ঘোষনা করায় প্রধানমন্ত্রীসহ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আলমগীর কবীর ও প্রভাষক নাসরিন সুলতানা। অনুষ্ঠানে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অধ্যক্ষ ড. একরামুল হক সভাপতি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামানকে সদস্য সচিব করে ৯ সদস্যের উপজেলা কমিটি ঘোষনা করা হয়।
পত্রিকা একাত্তর / সোহাগ আরেফিন
আপনার মতামত লিখুন :