আজ তাসকিন রহমানের বিশেষ দিন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২০ আগস্ট, ২০২২, ১ year আগে

আজ তাসকিন রহমানের বিশেষ দিন

তাসকিন রহমান একজন অস্ট্রেলিয়-বাংলাদেশি অভিনেতা, গায়ক ও চিত্রশিল্পী। আজ অভিনেতা তাসকিন রহমানের ৩৫ তম জন্মদিন । ২০ আগষ্ট ১৯৮৭ সালে তিনি ঢাকার গুলশানে জন্ম গ্রহণ করেন। গুলশানে তার শৈশব ও কৈশর কাটে।

তাসকিন শিশু শিল্পী হিসেবে টিভি নাটকে অভিনয় শুরু করেন। ৯ বছর বয়সে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি অনুষ্ঠানে অভিনয় ও গানের জন্য পুরস্কার পেয়েছেন। ১৯৯০ সালে নাট্য ব্যক্তিত্ব হুমায়ুন ফরীদির সাথে বাংলাদেশ টেলিভিশনের 'শীতের পাখি' নামক নাটকে প্রথম অভিনয় করেন।কৈশোরে ১০টি নাটকে অভিনয় করেছেন। আমিন খান অভিনীত ১৯৯৫ সালের 'হৃদয় আমার' চলচ্চিত্রে শিশু শিল্পীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়।

উচ্চ শিক্ষার জন্য ২০০২ সাল হতে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস শুরু করেন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০১৭ সালে বাংলাদেশে আসেন। ২০১৭ সালের ঢাকা অ্যাটাক চলচ্চিত্রে খলনায়কের ভূমিকায় অভিনয়ের জন্য পরিচিতি পান। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত অভিনয় শিল্পী। অভিনয়ের পাশাপাশি চিত্রশিল্পী হিসেবেও তিনি সুনাম কুড়িয়েছেন। ২০১৫ ও ২০১৭ সালের মার্চ মাসে সিডনিতে তার তৈলচিত্রের প্রদর্শনী হয়েছে।

তাসকিনের বাবা আনিসুর রহমান বাংলাদেশ টেলিভিশনের গীতিকার। তার ভাই তানিম রহমান অংশু টিভি নাটক, চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মাতা। তিনি ২০০২ সালে সিডনিতে উচ্চ শিক্ষার জন্য গমন করেন। তিনি ফরেনসিক সায়েন্সে স্নাতক করেছেন। ব্যবসা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করেছেন।

তাঁর ব্যবসায় প্রশাসন-এ ডিপ্লোমা রয়েছে। স্নায়ু বিদ্যায় পিএইচডি অর্জনের জন্য তিনি গবেষণা করেছেন। তিনি ২০১৭ সালে নুসরাতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নুসরাতের সাথে বিচ্ছেদের পর ২০১৯ সালের ১০ জুন জান্নাতুল ফেরদৌস চেরিকে বিয়ে করেন। আজ এই অভিনেতা জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news