কক্সবাজারের টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সকল জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে দীর্ঘ প্রায় ১০ বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিকী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত যাচ্ছে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে, আগামী কাল রবিবার (১১ সেপ্টেম্বর ২২) তৃণমূল নেতা কর্মীদের মাঝে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে।
সম্মেলনকে সামনে রেখে সন্ধ্যা প্রেস ব্রিফিং করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর। তিনি বলেন আগামী কালের সম্মেলন সফল ও স্বার্থ হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করে আবারও উপহার দিতে চাই এ আসনটি।
আমি মনে করি কিন্তু প্রায় ১০ বছর পর যখন সম্মেলন হতে যাচ্ছে। আমাদের ৬ টি ইউনিয়নের মধ্যে সম্মেলনের আমেজটি ছড়িয়ে পড়েছে সেহেতু আমরা আশা করছি আগামীকাল এই মাঠে ২০ হাজারের মতো পযার্য়ের লোকের সমাগম হবে ইনশাআল্লাহ।
সাংবাদিকের এক প্রশ্নের, আপনি দে দীর্ঘি দিন উপজেলার দায়িত্ব পালন করে আসছেন, আগামীতে কি আপনাকে নেতা কর্মীরা চাচ্ছে দায়িত্বে তিনি বলেন হ্যাঁ আবশ্যই! সেটা দেখা যাবে আগামীকাল ভোটের কাউন্সিলের মাধ্যমে।
এ সময় ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার জাহেদ হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী,সাবেক উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া, আবুল কালাম প্রমূখ।
পত্রিকা একাত্তর /মোস্তাক আহমদ