খেলনা পিস্তলসহ বার্মিজ ও চাইনিজ চাকু জব্দ করেছে পুলিশ


MD Polash Hossin প্রকাশের সময় : ১৯/১০/২০২২, ৮:৫৬ অপরাহ্ণ / ১৬৪
খেলনা পিস্তলসহ বার্মিজ ও চাইনিজ চাকু জব্দ করেছে পুলিশ

বগুড়ায় চুরি ছিনতাই রোধে চাইনিজ চাকু এবং খেলনা পিস্তলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানের প্রথম দিনে ১৮টি চাকু ও খেলনা পিস্তল জব্দ করা হয়েছে।রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের একটি টিম শহরের রেলওয়ে হকার্স মার্কেট ও কবি নজরুল সড়কে অভিযান চালিয়ে এসব চাকু ও খেলনা পিস্তল জব্দ করে।



তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: শাহিনুজ্জামান শাহিন জানান, বিকেল ৪টার দিকে শহরের সেলিম হোটেলের পাশে রেলওয়ে হকার্স মার্কেটে নিউ কালেকশন নামে একটি দোকান থেকে ৫টি বার্মিজ চাকু, ৭টি বুসার, ২টি চাকুযুক্ত কার্টার, গ্যাস লাইটযুক্ত ২টি খেলনা পিস্তল এবং কবি নজরুল ইসলাম সড়কের ফুটপাতে বসা একটি ভ্রাম্যমাণ দোকান থেকে আরও ২টি বার্মিজ চাকু জব্দ করা হয়।



এ ব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম রেজা বলেন, এসব চাকু খুন এবং ছুরিকাহতসহ অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহার করা হচ্ছে। সেইসাথে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের কাজেও এ সব চাকু বা পিস্তল ব্যবহার করা হয়ে থাকে। তাই অপরাধ দমনে পুলিশের এই অভিযান শুরু করা হয়েছে। এবং তা অব্যহত থাকবে।

পত্রিকা একাত্তর /নুর আলম