আর্থিক সংকট ও প্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতায় শিক্ষক ও ছাত্ররা

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

১০ আগস্ট, ২০২২, ১ year আগে

আর্থিক সংকট ও প্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতায় শিক্ষক ও ছাত্ররা

আওলাকান্দি দারুল উলুম ক্বাওমী হাফেজিয়া মাদ্রাসা জন্য সাহায্যের আবেদন - বগুরা জেলার শেরপুর থানার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামে আওলাকান্দি দারুল উলুম ক্বাওমী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিংটি২০১৮সালে ১০ জন ছাত্র ও ১ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে৷ বর্তমান২০২২সালে মাদ্রাসা ও এতিমখানার ছাত্র সংখ্যা ১৫০ জন।

লিল্লাহ বোর্ডিংয়ে ১০০থেকে ১৫০ জন ছাত্রকে দৈনিক রুটিন অনুযায়ী দিনে তিন বেলা গরম খাবারসহ প্রয়োজনীয় কিতাবাদি, ঔষধপত্র ও পোশাকের ব্যবস্থা করা হয়৷ ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মাদ্রাসার জন্য একটি শিক্ষা ভবনমসজিদ এবং প্রাচীর নির্মাণ করা আবশ্যকীয়। যার জন্য অনেক অর্থের প্রয়োজন।

মাদ্রাসার বিল্ডিং ও মসজিদ এবং প্রাচীর এর জন্য অনেক টাকার প্রয়োজন। এই জন্য আমরা সমাজের অর্থবান বিত্তবান দানবীরদের কাছে আওলাকান্দি দারুল উলুম ক্বাওমী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিংটির জন্য সহযোগিতা কামনা করছি।

২০২১সালের জানুয়ারী হতে২০২১সালের ডিসেম্বর পর্যন্ত বারো মাসে মাদ্রাসাটি আয় হয়েছে প্রায় ১২ লক্ষ ৬ হাজার টাকা এবং ব্যায় হয়েছে প্রায় ১৪ লক্ষ ৪৬ হাজার টাকা। বর্তমানে ছাত্র বৃদ্ধি পাওয়ায় বছরে অনেক টাকার প্রয়োজন।

এলাকাবাসী এবং প্রবাসীদের দান ও সহযোগিতায় মাদ্রাসাটি চলিতেছে। পবিত্র রমজান মাসে এই মাদ্রাসার সহযোগীতার জন্য বিশেষ আবেদন জানানো হচ্ছে। পবিত্র রমজান মাসে আপনাদের দান খয়রাত, সাদকাহ জাকাত এবং ফিতরার টাকা দিয়ে সাহায্যের জন্য আবেদন রইল।

মাদ্রাসার মুহতামিম/পরিচালক মাওঃমোঃসাজেদুর রহমান (সবুজ) বলেন - বর্তমানে মাদ্রাসাটি আর্থিক সংকট ও প্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা। তিনি বলেন যে আমি এই এতিমখানা লিল্লাহ বোডিংটি২০১৮সালে ১০ জন ছাত্রকে নিয়প শুরু করেছি।

তবে বর্তমানে আশেপাশের এলাকার মানুষজন আমাকে সাহায্য সহযোগিতা করায় বর্তমানে ছাত্র ১৫০ জন। আমার একার পক্ষে এটি করা সম্ভব ছিল না যদি না প্রভাবশালী ও প্রবাসী এবং এলাকার মানুষ আমার পাশে থাকতো।

তিনি আরো বলেন, মাদ্রাসাটি রাস্তা সংলগ্ন হওয়ায় এবং মাদ্রাসার প্রাচীর না থাকায় দুশ্চিন্তায় পার করছি দিনরাত। এলাকাবাসী এবং প্রবাসীদের দান ও সহযোগিতায় এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে এই মাদ্রাসাটি কে।

সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ:

মুহতামিম /পরিচালক মাওঃমোঃসাজেদুর রহমান (সবুজ)। মোবাইল ঃ-০১৭৩৬৭৫১১২৫

হিসাব রক্ষক ঃ-০১৩০৩০৮৬৪৫৭

সিটি ব্যাংকঃ

একাউন্ট নামঃ আওলাকান্দি দারুল উলুম ক্বাওমি মাদ্রাসা

একাউন্ট নাম্বারঃ ১৫০৩২৫৮০০৮০০১

মাদ্রাসার বিকাশ ও নগদ নাম্বার:০১৭৩৬৭৫১১২৫i

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news