অভিনেত্রী সোনালীকে লাগাতার ধর্ষণ, তারপর হত্যা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৬ আগস্ট, ২০২২, ১ year আগে

অভিনেত্রী সোনালীকে লাগাতার ধর্ষণ, তারপর হত্যা

ভারতীয় অভিনেত্রী ও বিজেপি নেত্রী সোনালী ফোগটের মৃত্যুর ঘটনা নতুন দিকে মোড় নিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু পরিবার এনেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। লাগাতার ধর্ষণ, তারপর হত্যা---পরিবারের তরফে ঠিক কী কী অভিযোগ দায়ের হয়েছে শুনলে শিউরে উঠতে হয়।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ তাঁর ম্যানেজার সুধীর সাংওয়ান ও বন্ধু সুখিন্দর মিলে ধর্ষণ করে হত্যা করেছে তাঁকে। অভিযোগ, মৃত্যুর আগে নাকি সোনালী নাকি পরিবারকে জানিয়েছিলেন সুধীর নাকি তাঁর খাবারে মাদক দ্রব্য মিশিয়েছেন।সোনালী ভাইয়ের দাবি তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

ইতিমধ্যেই তাঁর ভাই রিঙ্কু গোয়ায় অঞ্জুনা থানায় অভিযোগও দায়ের করেছেন, দিদির মৃত্যু স্বাভাবিক এমনটা মোটেও মনে করছেন না তিনি। তাঁদের আরও বিস্ফোরক গত তিন বছর ধরে সুধীর নামক ওই ব্যক্তি ধর্ষণ করেছেন সোনালীকে। খাবারে মাদক মিশিয়ে প্রথম বার নাকি ধর্ষণ করেন ওই ব্যক্তি।সোমবার (২২ আগস্ট) দিনগত রাতে গোয়ায় মারা যান সোনালী।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রিপোর্ট অনুযায়ী অভিনেত্রীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।এদিকে ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে বৃহস্পতিবার (২৫ আগস্ট) গোয়া পুলিশ সোনালীর দুই সহকর্মী সুধীর সাগওয়ান ও সুখবিন্দর সিংয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে। তারা দুজন সোনালীর সঙ্গে গোয়া সফরে উপস্থিত ছিলেন।

সোনালী ফোগট বিজেপির হরিয়ানার মহিলা মোর্চার নেত্রী। ২০১৯ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে নির্বাচনে হেরে যান তিনি। তার অকাল মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে অনুরাগীদের মধ্যে।

সোনালী টেলিভিশনে প্রথম পা রাখেন ২০০৬ সালে। দূরদর্শনে সেই সময় হরিণাভি নামের একটি শো সঞ্চালনা করেছিলেন তিনি। ২০১৯ সালে ‘দ্য স্টোরি অব বদমাশগড়’ নামের একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন এই।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news