১০০ প্রতিবন্ধীকে "দিন দ্য ডে" সিনেমাটি দেখবেন অনন্ত -বর্ষা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৮ জুলাই, ২০২২, ১ year আগে

১০০ প্রতিবন্ধীকে "দিন দ্য ডে" সিনেমাটি দেখবেন অনন্ত -বর্ষা

অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন দ্য ডে’ ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিটি মুক্তির পর থেকেই নানান কারণে আলোচনায়। বৃহস্পতিবার ২৮ জুলাই অনন্ত জানালেন, এবার ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের ১০০ প্রতিবন্ধীকে সিনেমাটি দেখবেন, যারা হুইল চেয়ারের সাহায্যে চলাচল করেন।

আগামী শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় যমুনা ব্লকবাস্টার সিনেমা হলে ‘দিন দ্য ডে’ দেখবেন তারা। তাদের সঙ্গে অনন্ত -বর্ষাও সিনেমাটি উপভোগ করবেন বলে জানান।

অনন্ত বলেন, আগামী শনিবার ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের ১০০ হুইল চেয়ার ক্রিকেটারকে নিয়ে আমি ও বর্ষার ‘দিন দ্য ডে’ দেখবো। আশা করি এর মাধ্যমে আমরা তাদেরকে সুন্দর সময় উপহার দিতে পারবো।

দিন-দ্যা ডে হল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনার একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। এটি পরিচালনা করছেন ইরানি পরিচালক মোর্তেজা অতাশজমজম।এতে অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল।

চলচ্চিত্রটি ইরানের মোর্তেজা অতাশজমজম ও বাংলাদেশের অনন্ত জলিল যৌথ ভাবে প্রযোজনা করেছেন।চলচ্চিত্রটি নির্মাণে ১০০ কোটি টাকার বেশি খরচ হয়েছে বলে জানান অনন্ত জলিল। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news