শুভ জন্মদিন হৃদি হক

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৮ জুলাই, ২০২২, ১ year আগে

শুভ জন্মদিন হৃদি হক

হৃদি হক একজন বাংলাদেশি অভিনেত্রী। অভিনয় ছাড়াও টিভি নাটক পরিচালনা করেন, টিভি নাটক লিখেন, মঞ্চে অভিনয় করেন, মঞ্চ নাটক পরিচালনা করেন।শিল্পী পরিবারের মানুষ হৃদি হক। বাবা খ্যাতিমান অভিনেতা ড. ইনামুল হক এবং মা অভিনেত্রী লাকী ইনাম এর বড় মেয়ে হৃদি হক।তার স্বামীর নাম লিটু আনাম এবং তাদের জমজ দুই সন্তান রয়েছে।

আজ ২৮ জুলাই এই অভিনেত্রী জন্মদিন। পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো। তিনি ১৯৯৫ সাল থেকে 'নাগরিক নাট্যজ্ঞান' নামক বিখ্যাত নাট্য দলের সাথে জড়িত। গোলমাথা চোখামাথা, প্রাগৈতিহাসিক সহ তিনি একাধিক মঞ্চ নাটকে অভিনয় করেছেন। নাগরিক নাট্যাঙ্গনের হয়ে তিনি প্রথম মঞ্চে নির্দেশনা দেন ‘গহর বাদশা ও বানেছা পরী’ নাটকটি। এরপর মঞ্চে নির্দেশনা দেন ‘৭১ ও একজন’ নাটকটি।

অভিনয়ের পাশাপাশি তিনি অনেক ধারাবাহিক নাটক তার হাতে-কলমে লিখেছেন।আমাদের আনন্দবাড়ী, দেওয়াল, ইকারাসের ডানা ইত্যাদি এর মধ্যে উল্লেখযোগ্য। '১৯২০' নাটকটি তিনি পরিচালনা করেন যেটা তাকে অনেক খ্যাতি এনে দেয়।

তিনি বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন টিভিতে পরিচালনা করেছেন বিভিন্ন অনুষ্ঠান। এর মধ্যে উল্লেখযোগ্য 'নাইনটিন টুয়েন্টি' এবং 'মিডিয়া ভুবন'। অনেক নাটকে তিনি পোশাক নকশার দলে অসামান্য ভূমিকাও রেখেছেন। ২০১৮-২০১৯ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ১৯৭১ সেইসব দিন এর সংলাপ ও চিত্রনাট্য করেছেন হৃদি।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news