"ওক্কে মামু" আবারো তুর্কি গানে হিরো আলম ভাইরাল

মোহাম্মদ শাহেদ

মোহাম্মদ শাহেদ

৯ জানুয়ারী, ২০২২, ২ years আগে

"ওক্কে মামু" আবারো তুর্কি গানে হিরো আলম ভাইরাল
মোঃ আসরাফুল হোসেন আলম (হিরো আলম)

ছোট-বড় কারো অনুরোধে যেন ফেলে দিতে পারছেন না বিনোদন জগতের মহানায়ক আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। মানুষকে সবসময় বিনোদন দিকে যেতে কঠোর পরিশ্রমের মধ্যে সময় পার করছেন হিরো আলম। বর্তমানে সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল একটি নাম হিরো আলম। যদিও তার সম্পূর্ণ নাম রয়েছে (মোঃ আশরাফুল হোসেন আলম) মুহূর্তেই এই মহানায়ক হিরো আলমের গান কয়েক লক্ষ মানুষ শুনে নিচ্ছে।

দর্শকদের মন মাথাতে হিরো আলম নতুন গান নিয়ে আসলেন যার নামকরণ করা হয়েছে "ওক্কে মামু" ইউটিউব এবং টিকটক সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ওক্কে মামু গানটি খুব বেশি পপুলারিটি পেয়েছে যার জন্য এটিকে আরও পপুলার করার জন্য এবং সর্বোচ্চ মানুষের মাঝে পৌঁছে দেয়ার জন্য গানটিকে নিজের সুরে পরিবেশন করবেন হিরো আলম।

এছাড়াও হিরো আলম জানান, আমার প্রিয় দর্শক আপনারা কিছুদিন যাবত আমাকে অনুরোধ করেছেন যে, আইসক্রিম নিয়ে যে গানটি রয়েছে সেটি আমাদের মাঝে প্রেজেন্ট করুন। ব্যক্তিগতভাবে আইসক্রিম নিয়ে গানটি আমরা তৈরী করতে চেয়েছিলাম না, কিন্তু আপনাদের সবার অনুরোধ থাকায় আমি আপনাদের অনুরোধ ফেরাতে পারিনি তাই আমরা গানটি তৈরি করেছি। আইসক্রিম গান সহ আমরা আরো গান করেছি ওক্কে মামু গানটি বর্তমানে অনেক বেশি হিট এটাও আমরা করেছি আপনাদের উপহার দিবো বলে।

আমরা সব সময় আপনাদের নতুন কিছু এবং ব্যতিক্রমী কিছু উপহার দেয়ার চেষ্টা করে সেরকমই আমরা আপনাদের জন্য আবারো নতুন একটি উপহার নিয়ে চলে আসলাম। সবাই আমাকে বলতে ছিল হিরো আলমের মুখে আইসক্রিম নিয়ে গানটি শুনতে চাই, সকলের অনুরোধের পেক্ষাপটে আইসক্রিম গানসহ গিফট হিসেবে রয়েছে "ওক্কে মামু" গানটি যা দর্শক খুব বেশি পছন্দ করবে বলে আমি মনে করি।

এর পূর্বেই আমরা আপনাদের আরো একটি ব্যতিক্রমী আঞ্চলিক ভাষার গান উপহার দিয়েছিলাম। ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আমি কমন এবং ব্যতিক্রমী কিছু গান নিয়ে হাজির থাকবো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন।

অনলাইন কাঁপানো এই হিরো আলম কে অধিকাংশ মানুষ যেন আপন করে নিয়েছে। হিরো আলমের ফেসবুক অফিসিয়াল পেইজে অনুসারী সংখ্যা ১৮ লক্ষের অধিক। এছাড়া হিরো আলম তার অফিশিয়াল ফেইসবুক পেইজে শুধু গান দিয়ে মানুষকে খুশি করেন না, মানুষকে সহযোগিতা করার আশ্বাস এবং মানুষকে সহযোগিতা করার মাধ্যমগুলো জানিয়ে বিভিন্ন সময়ে পোস্ট করে থাকেন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news