আজ অভিনেত্রী মৌসুমী হামিদের জন্মদিন


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১২/১০/২০২২, ৯:৪২ অপরাহ্ণ / ৮৫
আজ অভিনেত্রী মৌসুমী হামিদের জন্মদিন

বাংলাদেশের অন্যতম অভিনেত্রী মৌসুমী হামিদ। ২০১০ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রানার্স আপ হওয়ার মধ্যে দিয়ে অভিনয় জগতের শুরুটা হয়। এরপর নিজের দক্ষতা, বুদ্ধিমত্তা ও ফ্যাশন সচেতনতা দিয়ে অনেকেরই নজর কাড়েন তিনি।

আজ (১২ অক্টোবর) এই অভিনেত্রীর জন্মদিন মৌসুমী হামিদ তালা উপজেলা ,সাতক্ষীরা জেলার তালা উপজেলায় জন্মগ্রহণ করেন। মৌসুমী হামিদর জন্মদিনে ভক্ত-অনুরাগী ও কাছের মানুষদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। তাকে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে।

মাধ্যমিক বিদ্যালয় শেষ হবার পর তিনি খুলনা চলে যান ব্যবস্থাপনা শিক্ষায় পড়াশুনার জন্য এবং আজম খান কমার্স কলেজে ভর্তি হন সেখান থেকেই তিনি শিক্ষা জীবন শেষ করেন। এর পর ঢাকায় চলে যান মিডিয়া জগতে প্রবেশের জন্য। ২০১১ সালে লাক্স চ্যানেল আই সুপার স্টারে তিনি রানার্স আপ হন। এরপর টেলিভিশন ধারাবাহিক রশ্নি’ এ অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। এর পর আরো অনেক টেলিভিশন ধারাবাহিকেও তিনি অংশগ্রহণ করেন। যেমন: রেডিও চকলেট,ভালোবাসার চতুষ্কনে।

মৌসুমী হামিদ ২০১৩-এ না মানুষ চলচ্চিত্রে অংশগ্রহণের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন কিন্তু ২০১৪-এ হাডসনের বন্দুক চলচ্চিত্রের মাধ্যমে আলোচনায় আসেন।

তার পর থেকেই অনেক টিভি শো যেমন: “লাভ র‍্যাক্টেঙ্গেল (ভালোবাসার চতুষ্কনে)”,রেডিও চকলেট এবং আরো অনেক ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন। ২০১৩ সাল থেকেই হামিদ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন ,এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল অনন্য মামুনের ব্ল্যাকমেইল (২০১৫), সাফি উদ্দিনের ফুল লেনথ লাভ স্টোরি:পার্ট টু এবং শামিম আহমেদ রনির মেন্টাল (২০১৫)।

পত্রিকা একাত্তর /মাসুদ পারভেজ