অবশেষে কে.জি.এফ: চ্যাপ্টার টু ট্রেলার মুক্তি পেয়েছে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৯ মার্চ, ২০২২, ২ years আগে

অবশেষে কে.জি.এফ: চ্যাপ্টার টু ট্রেলার মুক্তি পেয়েছে

কে.জি.এফ: চ্যাপ্টার টু হল প্রশান্ত নীল দ্বারা লিখিত ও পরিচালিত এবং বিজয়ী কিরাগাঁদুরের হম্বালের ফিল্মস বেনারে অধীনে আসন্নবর্তী ভারতীয় কন্নড়-ভাষার পর্যায়কালীন মারপিটধর্মী চলচ্চিত্র। এটি কেজিএফ: চ্যাপটার ওয়ান এর অনুসারে নির্মিত চলচ্চিত্র। কেজিএফের : ১ম অধ্যায় ২০১৮ সালে মুক্তি পেয়েছিল এবং এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন যশ। আশি কোটি টাকায় তৈরি সিনেমাটি ওই বছর আড়াইশ কোটি টাকার ব্যবসা করেছিল। এবং ২য় অধ্যায় এ বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের কান্নাডে ভাষার চলচ্চিত্রে তার অভিষেকে হবে। প্রধান ফটোগ্রাফি ২০১৯ সালের মার্চ মাসে শুরু হয়েছিল এবং ২০২১ সালের ১৬ জুলাই সিনেমাটি প্রকাশিত হবে এবং হিন্দি, মালায়ালাম, তামিল এবং তেলুগু ভাষায় ডাব হবে

অবশেষে মুক্তি পেল প্রতীক্ষিত সিনেমা কেজিএফ চ্যাপ্টার ২’ এর ট্রেলার। যশের পাশাপাশি সিনেমাতে রয়েছেন সঞ্জয় দত্ত ও রবিনা ট্যান্ডন। রোববার (২৭ মার্চ) তামিল ও কন্নড় ভাষায় ট্রেলারটি মুক্তি পেয়েছে। জানা যায়, তেলুগু ভাষাতেও শিগগিরই মুক্তি পাবে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এর ট্রেলার।

কাহিনি শুরু হয়। পুরোনো গল্পের সূত্র ধরেই ট্রেলার শুরু হয়। দেশের প্রধানমন্ত্রী হিসেবে রবিনা ট্যান্ডনের চরিত্রকে দেখানো হয়। তারপরই আধিরা হিসেবে সঞ্জয় দত্তকে দেখা যায়। শেষে আসেন নায়ক যশ। লড়াই আর হিংসাকে যেন অন্য মাত্রায় পৌঁছে দেওয়া হয়েছে। নতুন ছবিতে কেজিএফ অর্থাৎ কোলার গোল্ড ফিল্ডের ত্রাতা হিসেবে তুলে ধরা হয়েছে রকিকে। গরুড়কে মারার পর কোলার গোল্ড ফিল্ডের নায়ক হয়ে ওঠে সে। এবার রকির মুখোমুখি আধিরা। এতেই আবার রয়েছে রশ্মিকা সেনের (রবিনা ট্যান্ডন) রাজনৈতিক প্রভাব।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news