নিপুণের গোপন স্ক্রিনশট ফাঁস করলেন পীরজাদা হারুন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৮ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

নিপুণের গোপন স্ক্রিনশট ফাঁস করলেন পীরজাদা হারুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হয়েছে গত ২৮ জানুয়ারি। নির্বাচনে সাধারণ নির্বাচক পদে নিপুণ আক্তারকে হারিয়ে জয়লাভ করেন জায়েদ খান। কিন্তু নিপুণ জায়েদের বিরুদ্ধে বিভিন্ন ভোট কেনাসহ বিভিন্ন অভিযোগ আনেন। এর ফলে এই পদ নিয়ে চলছে তর্ক-বিতর্ক। সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে নিপুণ-জায়েদের লড়াই এখন উচ্চ আদালতে গড়িয়েছে।

এবার নিপুনের গোপন স্ক্রিনশট ফাস করে দিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

১৭ ফেব্রুয়ারি পীরজাদা হারুন তার ফেসবুক আইডিতে নিপুনের একটি স্ক্রিনশট দিয়ে লিখেন, যেহেতু নিপুন সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে, আমাকে তিনি বাতিল ভোটগুলো কাউন্ট করার জন্যে কোন sms দেননি, তাই " সাক্ষ্য আইন ১৮৭২" অনুযায়ী ওটার প্রমান দেয়া আমার জন্যে "ফরজ" হয়ে দাঁড়িয়েছে- তা না দিলে সেটা আমার বিরুদ্ধে অপরাধ বলে গন্য হবে।ডিএ তায়েফ ঐ সাংবাদিক সম্মেলনেই বলেছিলো প্রমান থাকলে দেখান- আমি শুধুমাত্র সেই কারনেই দেখালাম। গোপনীয়তার জন্যে তার মোবাইল নাম্বার দেয়া হলো না,তবে যদি এটার প্রতিবাদ করা হয়,তাহলে মোবাইল নাম্বারযুক্ত sms প্রমান হিসেবে দেয়া হবে।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news