বড় হয়ে বিপদে আছেন চিত্রনায়িকা দীঘি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৯ এপ্রিল, ২০২২, ২ years আগে

বড় হয়ে বিপদে আছেন চিত্রনায়িকা দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। তার বাবা সুব্রত চক্রবর্তী চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্র অভিনেত্রী। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দীঘি।

কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা দীঘি অভিনীত প্রথম চলচ্চিত্র। ২০২১ সালে তুমি আছো তুমি নেই চলচ্চিত্রের মাধ্যমে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে পুনরায় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

কিন্তু তিনি বড় হয়ে বিপদে আছেন বলে জানিয়েছেন। চিত্রনায়ক সাইমন সাদিকের একটি ভিডিও আলাপচারিতায় এ কথা বলেন দীঘি।তার ভাষ্য, বড় হয়ে বিপদে আছি। ছোটবেলায় যে ভালোবাসাটা ছিল সেটা প্রকৃত ভালোবাসা ছিল। কোনো সমালোচনা ছিল না।

শিশুশিল্পীদের নিয়ে কোনও সমালোচনা হয় না, বাজে কথা হয় না। দীঘি জানান, ছোটবেলায় তারকা খ্যাতি বুঝতাম না। ওটা এখন উপভোগ করি।

সেই ভালোবাসাটা আজও বহাল আছে। সেই আলাপচারিতায় প্রেমের বিষয়েও খোলামেলা কথা বলেন দীঘি। তিনি জানান, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কোনও নায়ককে বয়ফ্রেন্ড বানাতে চাই না।

উল্লেখ্য, বর্তমানে সিনেমায় নিয়মিত অভিনয় করছেন দীঘি। এরইমধ্যে তার অভিনীত তুমি আছো তুমি নেই ও টুঙ্গিপাড়ার মিয়াভাই সিনেমা দুটি মুক্তি পেয়েছে। জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিক বঙ্গবন্ধু তেও দেখা যাবে তাকে।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news