সীমান্তে অনুপ্রবেশ, নারী পাচার, নেশাজাত দ্রব্য ও চোরাচালান রোধে নীলফামারীর ডোমারে বর্ডার গার্ড বাংলাদেশের উদ্যোগে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০শে অক্টোবর) দুপুরে উপজেলার চিলাহাটি সদর বিজিবি কোম্পানি ক্যাম্প মাঠে ভোগডাবুরী ও কেতকীবাড়ী ইউনিয়নের সীমান্ত এলাকার বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বর্ডার গার্ড বাংলাদেশের ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আসাদুল জামান হাকিম।
বিজিবি’র চিলাহাটি কোম্পানি কমান্ডার সুবেদার ওয়ারেজ আলী’র সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন—চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, ১নং ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেয়াজুল ইসলাম কালু, ২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক (দিপু) ও কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বসুনিয়া রাসেল প্রমূখ।
পত্রিকা একাত্তর/রিশাদ
আপনার মতামত লিখুন :